'রেডিও তেহরানে থাকে যুগ-যুগান্তরের চিন্তা-ভাবনা ও বিচিত্র জীবনের কথা'
https://parstoday.ir/bn/news/letter-i85558
মহাশয়, রেডিও তেহেরান আমার নিত্য সঙ্গী, সর্বোত্তম সহচর। অন্য মাধ্যমে প্রতারণা করে কিন্তু রেডিও তেহরান প্রতারণার পরিবর্তে জ্ঞানচক্ষু প্রসারিত করে। অন্য মাধ্যমে ধ্বংস হয় ধুলায় মিশে যায় কিন্তু রেডিও তেহরান রয়ে যায়।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
ডিসেম্বর ২৪, ২০২০ ০৮:৫৬ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানে থাকে যুগ-যুগান্তরের চিন্তা-ভাবনা ও বিচিত্র জীবনের কথা'

মহাশয়, রেডিও তেহেরান আমার নিত্য সঙ্গী, সর্বোত্তম সহচর। অন্য মাধ্যমে প্রতারণা করে কিন্তু রেডিও তেহরান প্রতারণার পরিবর্তে জ্ঞানচক্ষু প্রসারিত করে। অন্য মাধ্যমে ধ্বংস হয় ধুলায় মিশে যায় কিন্তু রেডিও তেহরান রয়ে যায়।

ইতিহাসের ধারায় রেডিও তেহরানের ভূমিকা অসামান্য। রেডিও তেহরানের অনুষ্ঠানে থাকে যুগ-যুগান্তরের চিন্তা-ভাবনা ও বিচিত্র জীবনের কথা। রেডিও তেহরান শোনা আমার এক দুনির্বার নেশা। এই দেশেতেই আমি ছুটি সারাদিন রেডিও তেহরানের ওয়েবসাইটে ফেসবুকে সন্ধ্যায় ছুটি সান্ধ্যকালীন অধিবেশন শুনতে। আসলেই রেডিও তেহরান এক মিলন মেলা।

বর্তমানে রেডিও শোনাকে সময়ের অপচয় মনে করে অনেক মানুষ আশ্রয় নেয় দূরদর্শন কিংবা ইন্টারনেটে। অনেকের ধারণা রেডিও শোনা সময় অপচয় ছাড়া অন্য কিছু নয়। কিন্তু এ ধারণা সত্যি নয়। রেডিও শোনা দেশ ও জাতির অগ্রগতি ও সংস্কৃতির পরিচয় বিশেষ করে রেডিও তেহরান শ্রবণ করা। এই বিশ্ব সম্পর্কীয় যথার্থ তথ্য কেন্দ্র হল রেডিও তেহেরান। চলমান বিশ্বের সমস্ত ঘটনার হদিস দেয় রেডিও তেহরান। লেখক-পাঠক শ্রোতা ত্রিবেণী সঙ্গম রেডিও তেহরানের সার্থকতা।

আজ ১৯ ডিসেম্বর রেডিও তেহরানের সান্ধ্যকালীন অধিবেশন শুনলাম। প্রতিদিনের মত আজও পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর রেডিও তেহরানের জানালা দিয়ে উঁকি দিয়ে শুনলাম বিশ্ব সংবাদ। এই বিশ্বসংবাদের মাঝেই ছিল ঢাকা এবং কলকাতার সাংবাদিকদের পাঠানো টেলিফোন বার্তা। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত যেখানে দুটো প্রতিবেদন ছিল। প্রথম প্রতিবেদন ছিল পরমাণু সমঝোতা নিয়ে আইএইএ প্রধানের বক্তব্য ইরানের প্রতিক্রিয়া এবং দ্বিতীয় প্রতিবেদন হয়েছিল বিদেশে বাংলাদেশের শ্রমিকদের করোনার প্রভাব নিয়ে আলোচনা।

দৃষ্টিপাতের পর শুরু হয় অনুষ্ঠান ইরান ভ্রমণ। আজকের ইরান ভ্রমণ অনুষ্ঠানে ক্বেশম প্রদেশের জিও পার্ক নিয়ে সুন্দর আলোচনা হয়। এরপর শুরু হয় কথাবার্তা। রেডিও তেহরানের মাধ্যমে ঢাকা এবং কলকাতার প্রায় ডজনখানেক পত্রিকার প্রধান প্রধান সংবাদ জানতে পারলাম। সঙ্গে ছিল সিরাজুল ইসলাম ভাইয়ের বিশ্লেষণ।

কথাবার্তার পর প্রান্তিক অনুষ্ঠান ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস। এরপর ছিল সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। সুন্দর এক অনুষ্ঠানমালায় সজ্জিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে মন প্রাণ তৃপ্ত হলো। ধন্যবাদান্তে

 

বিধান চন্দ্র সান্যাল

ঢাকা কলোনী, বালুরঘাট

দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।