‘রেডিও তেহরান শোনার এক ঘণ্টাই আমার সারাদিনের সবচেয়ে ভালো মুহূর্ত’
https://parstoday.ir/bn/news/letter-i93540-রেডিও_তেহরান_শোনার_এক_ঘণ্টাই_আমার_সারাদিনের_সবচেয়ে_ভালো_মুহূর্ত’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো ও সুস্থ্ আছেন। সেটাই আমাদের প্রত্যাশা। ‘পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার’ এই স্লোগান নিয়ে রেডিও তেহরান আমাদেরকে নিরলসভাবে তথ্য ও বিনোদন দিয়ে যাচ্ছে। তাইতো বলা হয়, রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘণ্টা। অর্থাৎ দেশ-বিদেশের সারাদিনের সকল খবর আমাদেরকে দিয়ে থাকে রেডিও তেহরান।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জুন ২২, ২০২১ ১২:৩২ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান শোনার এক ঘণ্টাই আমার সারাদিনের সবচেয়ে ভালো মুহূর্ত’

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো ও সুস্থ্ আছেন। সেটাই আমাদের প্রত্যাশা। ‘পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার’ এই স্লোগান নিয়ে রেডিও তেহরান আমাদেরকে নিরলসভাবে তথ্য ও বিনোদন দিয়ে যাচ্ছে। তাইতো বলা হয়, রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘণ্টা। অর্থাৎ দেশ-বিদেশের সারাদিনের সকল খবর আমাদেরকে দিয়ে থাকে রেডিও তেহরান।

রেডিও তেহরানের এক ঘণ্টার অনুষ্ঠানে রয়েছে নানা বৈচিত্র্য। প্রথমেই শুরু করা হয় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে। এরপর প্রচারিত হয় বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা। বিশ্বসংবাদে থাকে সারা দুনিয়ার সব খবর, দৃষ্টিপাতে থাকে খবরের পেছনের খবর অর্থাৎ সংবাদের বিশ্লেষণ। আর বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকার শিরোনাম ও খবর নিয়ে প্রচারিত হয় কথাবার্তা, এতে মাঝেমধ্যে থাকে সিরাজুল ইসলামের ক্ষুরধার বিশ্লেষণ। সব মিলে দুনিয়াটা চলে আসে হাতের মুঠোয়।

তাছাড়া রেডিও তেহরানের অন্য যেসব অনুষ্ঠান দিয়ে শ্রোতাদেরকে আকৃষ্ট করেছে সেগুলো হল- আদর্শ মানুষ গাড়ার কৌশল, ইরান ভ্রমণ,  ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, গল্প ও প্রবাদের গল্প,  রংধনু আসর,  চিঠিপত্রের আসর প্রিয়জন, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা প্রভৃতি। প্রতিটি অনুষ্ঠান আমাদেরকে দারুণ আকৃষ্ট করে। তাই কোনো অনুষ্ঠান না শুনে থাকতে পারি না। কাজের খুব ব্যস্ততা থাকে, তারপরও অনুষ্ঠান শুরু হলে ওয়েবে, ইউটিউবে কিংবা ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনা শুরু করি। আনন্দে আনন্দে আর শিক্ষায় কাটিয়ে দেই একটি ঘণ্টা। বলা ভালো যে, এই একটি ঘণ্টাই আমার সারাদিনের সবচেয়ে ভালো মুহূর্ত।

রেডিও তেহরান বাংলা বিভাগের আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী একটি অনুষ্ঠান। শিশু-কিশোরদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সত্যিকারের মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য, ইসলামী ভাবাদর্শে জীবন গড়ার জন্য এর চেয়ে ভালো অনুষ্ঠান আর হতে পারে না। শুধু শিশু-কিশোর নয়, নিজেকে যোগ্য মানুষ, আদর্শ মুসলমান ও উপযুক্ত পিতা-মাতা হিসেবে তৈরির করার জন্য এ অনুষ্ঠানটি সবার অনুকরণীয় হতে পারে। আমি এর প্রতিটি পর্ব শুনি আর নিজেকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি।

আর প্রিয়জন আমাদের সবার অতি প্রিয় অনুষ্ঠান। বিভিন্ন শ্রোতার মতামত ও তাদের প্রশ্নের উত্তর শুনতে পেরে খুব ভালো লাগে। আমার বন্ধুদের কে কি ভাবছে, তা জানতে পারি এ অনুষ্ঠান থেকে। এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই। 

 

মোঃ সাগর মিয়া

সাংগঠনিক সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ

গ্রাম ও ডাকঘর: সাদির চর, থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।
 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।