মার্চ ৩০, ২০২৪ ১৮:৪৭ Asia/Dhaka
  • অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা

ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তারা পশ্চিম সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের মিডিয়া।

ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ ঘোষণা করেছে, তারা গাজার জনগণের সমর্থনে রমজান মাসে দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদার করবে। এর অংশ হিসেবে তিন দিন আগে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে ড্রোন হামলা করেছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। 

তার আগে ২২ মার্চ, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছিল যে, তারা ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সন্ত্রাসী বাহিনী গণহত্যামূলক আগ্রাসন শুরু করেছে। এতে এ পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। এর প্রতিক্রিয়ায় লেবানন, ইরাক ও ইয়েমেনসহ বিভিন্ন দেশ থেকে প্রতিরোধ আন্দোলন যোদ্ধারা গাজার জনগণের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে হামলা শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩০

ট্যাগ