এপ্রিল ১১, ২০২৪ ১৪:০৫ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন জাহাজের বিরুদ্ধে চারটি নতুন অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জবাবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে এসব অভিযান চালানো হয়েছে বলে জানান ইয়াহিয়া সারিয়ি।

গতকাল (বুধবার) রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এডেন উপসাগরে ইয়েমেনি সেনারা ইসরাইলের এমএসসি ডারউইন এবং এমএসসি জিনা কন্টেইনার জাহাজে হামলা চালায়। এছাড়া, আমেরিকার মায়ের্স্ক ইউয়র্কটাউন কন্টেইনার জাহাজেও হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি এডেন উপসাগর এলাকায় আমেরিকার একটি যুদ্ধ জাহাজে কয়েকটি কম্ব্যাট ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

জেনারেল সারিয়ি বলেন, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন পূর্ণাঙ্গভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইল মালিকানাধীন জাহাজে ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে হামলা অব্যাহত থাকবে। এর পাশাপাশি ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত যেকোনো জাহাজে হামলা অথবা ওইসব জাহাজকে লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে আটক করা হবে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী প্রকাশ্যে ফিলিস্তিনি যোদ্ধাদেরকে সমর্থন জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরে ইসরাইলের স্বার্থে হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ