মে ২৩, ২০২৪ ১৯:৫৯ Asia/Dhaka
  • রায়িসির প্রতি ঘৃণা সম্পর্কে পশ্চিমা মিডিয়ায় যা বলা হচ্ছে সব মিথ্যা

পার্সটুডে-ইরানের শহীদ প্রেসিডেন্টের বিরুদ্ধে পশ্চিমা মিডিয়ার মিথ্যাচারের সমালোচনা করেছেন ব্রিটিশ সাংবাদিক রিচার্ড মেডহার্স্ট। এই ইংরেজ লেখক ও সাংবাদিক  ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির দাফন অনুষ্ঠানে লাখ লাখ ইরানি জনতার উপস্থিতির প্রতি ইঙ্গিত করে ওই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রিচার্ড মেডহার্স্ট লিখেছেন: তেহরানে ইরানি প্রেসিডেন্টের বিদায় ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আমি উপস্থিত রয়েছি। লক্ষ লক্ষ মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে জড়ো হয়েছে। পশ্চিমা মিডিয়াগুলো রায়িসির প্রতি ইরানি জনগণের ঘৃণা-বিদ্বেষ বিষয়ে যেসব কথা বলছে সবই মিথ্যা। সত্য হলো তাঁর মৃত্যু সমগ্র বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি।

গতকাল (বুধবার) তেহরানের জনগণ তাদের শহীদ রাষ্ট্রপতিকে গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে বিদায় জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সফরসঙ্গী প্রতিনিধিদল গত রোববার 'কিজ কালয়েসি' বাঁধ প্রকল্পের উদ্বোধন এবং খোদা অফফারিন বাঁধের সমাপ্তি ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করার জন্য পূর্ব আজারবাইজান প্রদেশ সফরে যান। ওই বাঁধ দুটি ইরান এবং আজারবাইজান প্রজাতন্ত্রের যৌথ প্রকল্প হিসেবে বাস্তবায়িত হয়েছে। নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে  ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং তাঁদের সফরসঙ্গী প্রতিনিধিদলকে বহনকারী হেলিকপ্টারটি ফেরার পথে ভারজেগান এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। প্রচণ্ড রকমের প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এতে আরোহী সকল যাত্রী শহীদ হন।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ