জুন ২৩, ২০২৪ ১৫:১৩ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়া ও জাপানের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের ছলনার শেষ কোথায়?
    দক্ষিণ কোরিয়া ও জাপানের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের ছলনার শেষ কোথায়?

পার্সটুডে- দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তায়ে-ইউল (Cho Tae-yul) জানিয়েছেন, সিউল, টোকিও এবং ওয়াশিংটন নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।  

তিনি জাপান ও আমেরিকার সঙ্গে তার দেশের নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার কারণে হিসেবে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন করে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা উল্লেখ করেছেন। পার্সটুডের রিপোর্ট অনুসারে, জাপান ও দক্ষিণ কোরিয়া আসন্ন গ্রীষ্মে ‘এজ অব ফ্রিডম’ নামের একটি যৌথ সামরিক মহড়াও চালাবে।

মার্কিন সরকার বিগত বছরগুলোতে বিভিন্ন ভুয়া অভিযোগ ছড়িয়ে দিয়ে উত্তর কোরিয়াকে পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। অথচ উত্তর কোরিয়া ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করার জন্য আমেরিকা ও তার মিত্রদের দায়ী করে আসছে।

এর আগে চীনা সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এক বক্তব্যে পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আমেরিকাকে বৃহত্তম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেছিলেন:

ওয়াশিংটন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মতো একটি সংস্থা গঠন করতে চায়এ কাজে আমেরিকার উদ্দেশ্য এ অঞ্চলে নিজের অবৈধ আধিপত্য ধরে রাখা#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ