রংপুর বিভাগে আয়োজিত অক্টোবর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/quiz-i130482
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর রংপুর বিভাগীয় শাখার শ্রোতাদের জন্য আয়োজিত অক্টোবর মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৭২ জন প্রতিযোগী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৮, ২০২৩ ১৮:০৫ Asia/Dhaka
  • রংপুর বিভাগে আয়োজিত অক্টোবর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর রংপুর বিভাগীয় শাখার শ্রোতাদের জন্য আয়োজিত অক্টোবর মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৭২ জন প্রতিযোগী।

সঠিক উত্তর দিয়েছিলেন ৩৩ জন। এছাড়া, একাধিক উত্তরপত্র ৩টি, ভুল উত্তরের সংখ্যা ৩, রংপুর বিভাগ বহির্ভূত ১০ জন এবং ছবিবিহীন ২৩টি উত্তরপত্র জমা পড়েছিল। ফলে তাদেরকে লটারিতে অন্তর্ভুক্ত করা হয়নি।  

প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন।

বিজয়ীরা হলেন:

১. শায়লা ফারজানা 
   সদস্য, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ 
   পূর্ব শালবন, রংপুর।

২.  মোঃ মাহবুবার রহমান
     আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুর বিভাগ। 
     গ্রাম: জমির হাট, পাইক পাড়া।
     পোস্ট: বাসু পাড়া. থানা: পার্বতীপুর।
     জেলা: দিনাজপুর।

৩.  মোঃ আরিফুল ইসলাম
     ১০ম শ্রেণি, সরল খাঁ উচ্চ বিদ্যালয়
     ডাকঘর: সারপুকুর, উপজেলা: আদিতমারী
     জেলা: লালমনিরহাট।
 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫