রংপুর বিভাগের শ্রোতাদের জন্য বিশেষ কুইজ প্রতিযোগিতা (পর্ব-৩)
(last modified Thu, 09 Nov 2023 10:32:57 GMT )
নভেম্বর ০৯, ২০২৩ ১৬:৩২ Asia/Dhaka
  • রংপুর বিভাগের শ্রোতাদের জন্য বিশেষ কুইজ প্রতিযোগিতা (পর্ব-৩)

‘'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর রংপুর বিভাগীয় শাখা চলতি নভেম্বর মাসেও বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। শুধুমাত্র রংপুর বিভাগের শ্রোতারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩০ নভেম্বর।

প্রশ্ন: ইয়েমেনের সেনাবাহিনী দেশটির আকাশসীমায় আমেরিকার একটি অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটির নাম কী?

(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট parstoday.ir/bn-এ সার্চ করুন)

নিয়মাবলি:

১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

৪. উত্তর পাঠানোর ঠিকানা:  [email protected]

৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।

৬. ইমেইলে সাবজেক্টের স্থানে 'কুইজ প্রতিযোগিতা নভেম্বর-২০২৩' লিখতে হবে।

৭. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯