আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ আয়োজিত ফেসবুক লাইভ প্রতিযোগিতার ফল প্রকাশ
https://parstoday.ir/bn/news/quiz-i134454-আইআরআইবি_ফ্যান_ক্লাব_কিশোরগঞ্জ_আয়োজিত_ফেসবুক_লাইভ_প্রতিযোগিতার_ফল_প্রকাশ
রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক পেইজে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ আয়োজিত লাইভ প্রতিযোগিতায় ২০২৪ সালের জানুয়ারি মাসের ফলাফল ঘোষণা করা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ আয়োজিত ফেসবুক লাইভ প্রতিযোগিতার ফল প্রকাশ

রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক পেইজে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ আয়োজিত লাইভ প্রতিযোগিতায় ২০২৪ সালের জানুয়ারি মাসের ফলাফল ঘোষণা করা হয়েছে।

লটারির মাধ্যমে বিজয়ীরা হলেন:

০১. জাহিদুল ইসলাম রিপন, লালমনিরহাট, বাংলাদেশ।

০২. সারোয়ার জাহান মোহসিন, খুলনা, বাংলাদেশ। 

০৩. তনিমা ইসলাম নওরিন, ঢাকা, বাংলাদেশ।

০৪. শাহজালাল হাজারী, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

বিজয়ীদের অভিনন্দন। আয়োজক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, চলতি মাসেও উক্ত প্রতিযোগিতা চলমান থাকবে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/১