• ইথিউপিয়ায় বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই; ইরানের শোক

    ইথিউপিয়ায় বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই; ইরানের শোক

    মার্চ ১০, ২০১৯ ১৮:০৪

    ইথিউপিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে। বিমানটি দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাচ্ছিল। বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন।