ইথিউপিয়ায় বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই; ইরানের শোক
-
ফাইল ফটো
ইথিউপিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে। বিমানটি দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে যাচ্ছিল। বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বোয়িং ৭৩৭ বিমানটির বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়েছে। ইথিউপিয়ার বিমান সংস্থার একজন মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ইথিউপিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, বিমানের আরোহীদের কেউ আর বেঁচে নেই।
তবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানও ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমরা বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং ইথিউপিয়ার সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন