ইথিওপিয় বিমান দুর্ঘটনা: ৮ মার্কিন নাগরিকের মধ্যে সেনা ক্যাপ্টেন একজন
https://parstoday.ir/bn/news/world-i68821-ইথিওপিয়_বিমান_দুর্ঘটনা_৮_মার্কিন_নাগরিকের_মধ্যে_সেনা_ক্যাপ্টেন_একজন
গত রোববার ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় যে ১৫৭ ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে আমেরিকার একজন সেনা ক্যাপ্টেনসহ আট মার্কিন নাগরিক রয়েছে। নিহত ক্যাপ্টেনের নাম অ্যান্টোনি লুইস এবং তার বয়স ছিল ৩৯ বছর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৩, ২০১৯ ১৭:১৯ Asia/Dhaka
  • ক্যাপ্টেন অ্যান্টোনি লুইস
    ক্যাপ্টেন অ্যান্টোনি লুইস

গত রোববার ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় যে ১৫৭ ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে আমেরিকার একজন সেনা ক্যাপ্টেনসহ আট মার্কিন নাগরিক রয়েছে। নিহত ক্যাপ্টেনের নাম অ্যান্টোনি লুইস এবং তার বয়স ছিল ৩৯ বছর।

আমেরিকার এ সেনা আফগানিস্তান ও দক্ষিণ কোরিয়াতে কাজ করেছেন। তার স্ত্রী ইয়ালেনা লোপেজও আফগানিস্তানে কাজ করেছেন। অ্যান্টোনি ছুটিতে ছিলেন এবং খ্রিস্টান মিশনারি কাজের জন্য ইথিওপিয়া থেকে কেনিয়ায় যাচ্ছিলেন। বিমানটি ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। এরইমধ্যে উদ্ধারকারী দল ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার কাছ থেকে বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করেছে।

ইথিওপিয়ার বিমানের ধ্বংসাবশেষ

ক্যাপ্টেন অ্যান্টোনি লুইসের ১৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। স্বজনেরা জানিয়েছেন, মার্কিন বাহিনীতে চাকরি করলেও অ্যান্টোনি লুইস অবসরের পর বসবাসের জন্য আফ্রিকার কোনো দেশে বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন।

ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় মোট ৩৫টি দেশের নাগরিক নিহত হয়েছে। ওই দুর্ঘটনার পর বিশ্বের বহু দেশ মার্কিন বোয়িং কোম্পানি নির্মিত বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের বিমান ব্যবহার বন্ধ করে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩