• ভারতের গমে রুবেলা ভাইরাস: গমের চালান ফেরত দিল তুরস্ক

    ভারতের গমে রুবেলা ভাইরাস: গমের চালান ফেরত দিল তুরস্ক

    জুন ০২, ২০২২ ২০:২২

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট গম সংকটের মধ্যে ভারত থেকে গমের একটি চালান ফেরত দিয়েছে তুরস্ক। ভারতের গমে রুবেলা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে তুরস্ক। তুরস্ক গমের ফাইটোস্যানিটারি সমস্যার কথা উল্লেখ করেছে। এরপর ২৯ মে ভারত থেকে আসা গমের চালান ফেরত দেয় তুরস্ক।