-
সাবরা-শাতিলা গণহত্যার কলঙ্ক কখনো মুছে যাবে না: নাসের কানয়ানি
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১৩:০৭সাবরা ও শাতিলা হত্যাকাণ্ডের বার্ষিকী আজ। বর্বরতার ইতিহাসে এক জঘণ্যতম উদাহরণ সাবরা ও শাতিলা হত্যাকাণ্ড। দখলদার ইসরাইল ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিনি শরণার্থী শিবির সাবরা ও শাতিলায় নৃশংসতম পাশবিকতা চালায়। ৩ দিন ধরে তারা ওই বর্বরতা চালিয়েছিল। বর্ণবাদী সন্ত্রাসী যন্ত্র ইসরাইলের ওই পরিকল্পিত অপরাধকে পশ্চিমারা বিশেষ করে আমেরিকা নির্লজ্জ সমর্থন করেছিল।