রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির: 'মে' পর্যন্ত যুদ্ধ গড়াতে পারে
(last modified Tue, 15 Mar 2022 10:28:04 GMT )
মার্চ ১৫, ২০২২ ১৬:২৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মে মাস পর্যন্ত যুদ্ধ গড়াতে পারে: ইউক্রেন -প্রথম আলো
  • রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির -যুগান্তর
  • গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ বন্ধের আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞদের -মানবজমিন
  • ইউক্রেনের শহরগুলোতে গণকবর খোঁড়া হচ্ছে -ইত্তেফাক
  • শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণ কাজ ত্বরান্বিত করার তাগিদ -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • হিজাব নিয়ে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ, এবার সুপ্রিম কোর্টে মুসলিম পড়ুয়ারা –সংবাদ প্রতিদিন
  • উঠছে কোভিড গ্রাফ!‌ লকডাউনের কোপে ৩ কোটি চীনা, বিপাকে অর্থনীতি ‘-আজকাল 
  • ভুলবশত মিসাইল ছোটা কাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত হবে, জানালেন প্রতিরক্ষা মন্ত্রী -আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ বন্ধের আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞদের। দৈনিক মানবজমিন পত্রিকার এ খবর সম্পর্কে কী বলবেন আপনি?

২. ‘আমেরিকা ও ইউরোপের কারণে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে’। একথা বলেছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ কথার কী ব্যাখ্যা থাকতে পারে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের বিরুদ্ধে প্রতিশোধ বন্ধের আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞদের-প্রথম আলো/মানবজমিন

গুম 

জাতিসংঘের প্রক্রিয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়তা-সহযোগিতার কারণে গুমের শিকার ব্যক্তিদের আত্মীয়স্বজন ও মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা এই আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রতি এ আহ্বান জানান।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ ডিসেম্বর র‍্যাবের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণার পর গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের কর্মীদের বিরুদ্ধে বাংলাদেশের কর্তৃপক্ষ হুমকি, চাপ প্রয়োগ ও হয়রানি শুরু করেছে বলে খবর পাওয়া যায়।

২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে ভুক্তভোগী অন্তত ১০টি পরিবারের বাড়িতে গভীর রাতে অভিযান চালানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, অভিযানকালে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি ও ভয় দেখানো হয়। সাদা কাগজে বা আগে থেকেই লিখে রাখা বিবরণে তাঁদের সই করতে বাধ্য করা হয়। আগে থেকে লিখে রাখা বিবরণে উল্লেখ করা থাকে যে পরিবারের সদস্য গুমের শিকার হননি বরং তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশকে বিভ্রান্ত করেছেন। এটি অগ্রহণযোগ্য।

বিশেষজ্ঞরা উদ্বেগের সঙ্গে পরিবার, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের ওপর ক্রমবর্ধমান প্রতিকূল অবস্থা লক্ষ করেছেন। সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা বারবার নাগরিক সমাজের কিছু সংগঠনের বিরুদ্ধে জাতিসংঘের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করছেন, যা নাগরিক সমাজের মূল কাজকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, আত্মীয়স্বজন ও মানবাধিকার কর্মীরা যাতে তাঁদের বৈধ কাজকর্ম নিরাপদ ও উৎসাহব্যঞ্জক পরিবেশে কোনো হুমকি, চাপ বা প্রতিহিংসার ভীতি ছাড়া করে যেতে পারেন, বাংলাদেশকে অবশ্যই তা নিশ্চিত করতে হবে।

বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে জানান, প্রকাশিত প্রতিশোধমূলক কাজ অন্যদের মনে ভীতির সঞ্চার করতে পারে, যা মানবাধিকারসহ জনস্বার্থ বিষয়ে রিপোর্ট দিতে জাতিসংঘ বা তার প্রতিনিধি ও প্রক্রিয়ার সঙ্গে সহযোগিতা করতে তাদের বিরত রাখতে পারে।

ইউক্রেন-রুশ যুদ্ধ:

ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনকে বাজি ধরে পুতিনের সঙ্গে লড়াইয়ে চ্যালেঞ্জ ইলন মাস্কের। প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও দেশটির বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক তাঁর ওই টুইটে সরাসরি পুতিনের সঙ্গে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। ইংরেজি ও রুশ দুই বর্ণমালায় দেওয়া টুইটে মাস্ক বলেন, পুতিনের সঙ্গে লড়াই করতে চান তিনি। তবে লড়াই হবে শুধু তাঁদের দুজনের মধ্যে।

ইলন মাস্ক টুইটারে লিখেছেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে একটি একক লড়াইয়ে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছি। এ লড়াইয়ের বাজি হবে ইউক্রেন।’ টুইটারে ওই টুইট মুহূর্তে সাড়া ফেলে দেয়। কিছুক্ষণ পর আর একটি টুইটে রুশ প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল ট্যাগ করে লেখেন, ‘আপনি কি এ লড়াইয়ে রাজি?’

ইউক্রেন সংকট নিয়ে যত প্রশ্ন

ইউক্রেনে রুশ অভিযানের অগ্রগতি কেমন- এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান ১৫ মার্চ ২০তম দিনে গড়িয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলা হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। কিয়েভের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর একটি বহুতল আবাসিক ভবনে আগুন জ্বলতে দেখা যায়। বিস্ফোরণে কিয়েভের মেট্রোস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুদ্ধবিরতির আশা নিয়ে গতকাল সোমবার চতুর্থ দফায় রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন ইউক্রেনের কর্মকর্তারা। ভার্চ্যুয়াল এ আলোচনা কারিগরি ত্রুটির কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার আবার দুই পক্ষের আলোচনার কথা রয়েছে। 

ইউক্রেন সরকারের এক উপদেষ্টা বলেন, মে মাস পর্যন্ত যুদ্ধ গড়াতে পারে বলে তাঁর ধারণা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, প্রতিরোধের মুখে রুশ সেনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। তাই তাঁরা অস্ত্র-গোলাবারুদ রেখে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন।যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করছেন, ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রগতি সামান্য। রাশিয়ার সামরিক অভিযান এখন প্রায় থমকে আছে। 

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। সময়মতো এই অভিযান সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। 

সংকটে জড়িত উভয় পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন।

চলমান ইউক্রেন সংকট নিয়ে পাঠকের মনে নানা প্রশ্ন আছে। বিবিসি অবলম্বনে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা রইল এ প্রতিবেদনে।

মে মাস পর্যন্ত যুদ্ধ গড়াতে পারে: ইউক্রেন

আগামী মে মাসের শুরুর দিকে ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মনে করেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্তোভিচ। তাঁর ধারণা, ওই সময়ের মধ্যে প্রতিবেশীকে আক্রমণের মতো যথেষ্ট সক্ষমতা মস্কোর থাকবে না। যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদগুলো ফুরিয়ে আসবে তখন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির-যুগান্তর

ইউক্রেনে হামলা চালানো রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান। খবর নিউইয়র্ক টাইমসের।

রুশ সেনাদের উদ্দেশ্য তিনি বলেন, ইউক্রেনের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের একটি সুযোগ দিচ্ছি। বেঁচে থাকার সুযোগ। আপনারা যদি আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, তা হলে আমরা মানুষের সঙ্গে যেভাবে আচরণ করা উচিত, সেভাবে আপনাদের সঙ্গে শোভনীয় আচরণ করব। 

জেলেনস্কি বলেন, রাশিয়া ইতোমধ্যে ৯০টি যুদ্ধবিমান হারিয়েছে। রুশ সেনারা এমন প্রতিরোধ আশা করেননি।

ইউক্রেনের শহরগুলোতে গণকবর খোঁড়া হচ্ছে- ইত্তেফাক

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে কিছু এলাকায় এতটাই বোমা হামলা করা হচ্ছে যে নিহতদের কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গণকবর খুঁড়ে সমাহিত করতে বাধ্য হতে হচ্ছে। এমনটি দাবি করেছেন মারিওপোলের উপ-মেয়র ওরলভ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মারিওপোল শহরটি রুশ বাহিনীর ঘেরাও করে রেখেছে। এছাড়াও খারকিভ, চেরনিহিভসহ রাজধানী কিইভের কাছের কিছু শহরেও এখন অনেকটা কঠিন অবস্থা বিরাজ করছে।

তেলসহ নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ-যুগান্তর

সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সময় ওএমএস নীতিমালা অনুযায়ী সারাদেশে চাল, আটা, তেল, পেঁয়াজ, ডাল রেশন কার্ডের মাধ্যমে দিতে বলেছেন আদালত। এছাড়া সয়াবিন তেল মজুত করার অভিযোগে আটকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন আকারে বিবাদীদের আগামী ২৬ এপ্রিল আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

অসতর্কতায় ক্ষেপণাস্ত্র উড়ে গিয়েছিল পাকিস্তানে, সংসদে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ-আনন্দবাজার পত্রিকা

ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। মঙ্গলবার রাজ্যসভায় তিনি বলেন, ‘‘অসতর্কতাবশত ঘটে যাওয়া ওই ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’

প্রতিরক্ষামন্ত্রী সেই সঙ্গেই সংসদকে আশ্বস্ত করে বলেন, ‘‘আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত নির্ভরযোগ্য এবং নিরাপদ।’’ গত ৯ মার্চ সন্ধ্যা ৭টায় ক্ষেপণাস্ত্রের রুটিন রক্ষণাবেক্ষণ এবং পরিদর্শনের সময় অসতর্কতাবশত ওই দুর্ঘটনা ঘটেছিল বলে জানান তিনি। এর পরেই ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটির সুরক্ষা ও প্রযুক্তি ব্যবস্থা পরীক্ষা করে হয়েছে জানিয়ে রাজনাথ বলেন, ‘‘আমরা সমরাস্ত্রের সুরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।’’

সূত্রের খবর, গত ৯ মার্চ হরিয়ানার সিরসায় সেনা মহড়া চলাকালীন ‘প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতীয় সেনার একটি ক্ষেপণাস্ত্র গিয়ে আছড়ে পড়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। তবে খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম একটি ভারতীয় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভ্রষ্ট হওয়ার খবর জানায়।

হিজাব নিয়ে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ, এবার সুপ্রিম কোর্টে মুসলিম পড়ুয়ারা-সংবাদ প্রতিদিন

হিজাব ইস্যুতে পড়ুয়ারা যাবে সুপ্রিম কোর্টে

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব (Hijab) পরা নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্কে জল ঢেলে ঐতিহাসিক রায় দিয়েছে কর্ণাটক হাই কোর্ট (Karnaraka High Court)। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দিয়েছে আদালত। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদুপি কলেজের পড়ুয়ারা। শীর্ষ আদালতে কর্মরত এক আইনজীবী আনাস তনবীর টুইট করে একথা জানিয়েছেন।

এদিন সকালে হাই কোর্ট রায় দিতেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন পড়ুয়ারা। সেকথা জানিয়ে তিনি টুইটারে পোস্ট করে জানিয়ে দেন তাঁর মক্কেলরা হিজাব প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। তিনি আরও লেখেন, ”এই মেয়েরা আদালত ও সংবিধানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে।”

উঠছে কোভিড গ্রাফ!‌ লকডাউনের কোপে ৩ কোটি চীনা, বিপাকে অর্থনীতি-আজাকল

আবারও কোভিডের কালো ছায়া পড়ল চীনে।উঠছে কোভিড গ্রাফ। মঙ্গলবার গোটা দেশে নতুন করে আক্রান্ত ৫,২৮০ জন। গত কালের থেকে দ্বিগুণ। তাতেই কপালে ভাঁজ পড়েছে সরকারের। ‘জিরো কোভিড’ পরিকল্পনা মেনে এগোলেও লাভ হচ্ছে না। ওমিক্রন ভেস্তে দিয়েছে সব ছক। একের পর এক প্রদেশ, শহরে লকডাউন। মঙ্গলবার লকডাউনে বন্দি জীবন কাটাচ্ছেন ৩ কোটি নাগরিক।

দেশে কোভিড ঢুকতে দেবে না। বদ্ধপরিকর ছিল চীন। তাই গত দু’ বছর ধরে বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল জনগণকে। তার পরেও ঠেকানো গেল না। মঙ্গলবার দেশের ১৩টি শহরে জারি লকডাউন। আরও বহু শহরে আংশিক লকডাউন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫

ট্যাগ