'ব্যক্তিগত তথ্য ফাঁস সরকারকে বারবার ই-মেইল দিয়েও সাড়া পাইনি'
প্রায় পাঁচ কোটি মানুষের তথ্য ফাঁস হয়েছে: ভিক্টর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১০ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ব্যক্তিগত তথ্য ফাঁস সরকারকে বারবার ই-মেইল দিয়েও সাড়া পাইনি: ভিক্টর মারকোপোলোস-প্রথম আলো
- ঝুঁকি বাড়ল কয়েক লাখ মানুষের-ইত্তেফাক
- আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি: মির্জা ফখরুল-যুগান্তর
- রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত-কালের কণ্ঠ
- নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কথা বলেনি ইইউ: ওবায়দুল কাদের-মানবজমিনহাজিদের সঙ্গে এজেন্সির প্রতারণা হোটেলে পানি-বিদ্যুৎ থাকছে না, অপর্যাপ্ত খাবার, ১ জনের কক্ষে ৪ জন –দ্যা ডেইলি স্টার বাংলা
কোলকাতার শিরোনাম:
- কয়েক ন্যানোমিটারের চিপেই লুকিয়ে ‘বিশ্ববদলের বীজ’, আমেরিকার বিরুদ্ধে ‘যুদ্ধ’ চিনের?-আনন্দবাজার পত্রিকা
- পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা, হস্তক্ষেপ দাবি করে ফের হাই কোর্টে অধীর-সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
ফাঁস হয়েছে দেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য- এ সম্পর্কিত খবর সম্প্রতি টক অব দ্যা কান্ট্রি।এ সম্পর্কে গত দুদিনে প্রথম আলোর কয়েকটি শিরোনাম এরকম, 'এরশাদুল করিমের সাক্ষাৎকার তথ্য ফাঁস: প্রতিমন্ত্রীর এ কথা শোনা দুঃখজনক, পরিণতি হতে পারে ভয়ংকর।'
'ব্যক্তিগত তথ্য ফাঁস -সরকারি ওয়েবসাইটটির ‘ন্যূনতম’ সুরক্ষা ছিল না'
'নাগরিকদের তথ্য নিয়ম ভঙ্গ করে একটি প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণই ফাঁসের কারণ: ধারণা ইসির'
আর প্রথম আলোর আজকের খবরের শিরোনাম হচ্ছে-ব্যক্তিগত তথ্য ফাঁস সরকারকে বারবার ই-মেইল দিয়েও সাড়া পাইনি: ভিক্টর মারকোপোলোস। বিস্তারিত খবরে লেখা হয়েছে,
অন্য সব দিনের মতোই গত ২৭ জুন ভিক্টর মারকোপোলোস গুগলে কিছু খুঁজছিলেন। হঠাৎ তাঁর মনে হয়, কোথাও একটা ঘাপলা হচ্ছে। নেহাত কৌতূহল থেকে ইউআরএলে একটা শব্দ বদলে দেন ভিক্টর। প্রথমে একজন বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য তাঁর স্ক্রিনে ভেসে ওঠে। পরে স্রোতের মতো ব্যক্তিগত তথ্য এসে জমা হতে থাকে। দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির ইনফরমেশন সিকিউরিটি কনসালট্যান্ট ভিক্টর ৯ জুলাই রাতে প্রথম আলোকে এসব কথা বলেন।
ভিক্টর বলেন, ‘আমি কখনো এত বড় তথ্য ফাঁসের ঘটনার মুখোমুখি হইনি। আমার পর্যালোচনা বলে, প্রায় পাঁচ কোটি মানুষের তথ্য ফাঁস হয়েছে। এই মানুষগুলো নানাভাবে ক্ষতির শিকার হলেন।’ভিক্টর আরও বলেন, তথ্য ফাঁসের বিষয়টি দেখতে পেয়ে তিনি বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।ব্যক্তিগত তথ্য বলতে বোঝায়, মানুষের নাম, ঠিকানা, জন্মনিবন্ধন, মুঠোফোন–পাসপোর্ট নম্বর, আঙুলের ছাপসহ বিভিন্ন তথ্য, যা দিয়ে তাঁকে শনাক্ত করা যায়। এসব তথ্য বেহাত হলে প্রতারণা ও অপরাধের ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা থাকে।
সরকারের তিনটি পক্ষের কোনোটিই এখন পর্যন্ত কোন সংস্থার গাফিলতিতে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা দেয়নি।
সরকারের উচিত কী ঘটেছে, তা জনগণকে খোলাখুলি বলা। তাঁরা (নাগরিকেরা) কী ধরনের ঝুঁকিতে পড়তে পারেন, সে বিষয়েও তাঁদের জানানো উচিত। তাঁর আগে আর কার কাছে এসব তথ্য গেছে, সে সম্পর্কে তদন্ত করে বের করা জরুরি। আর সরকারি সিস্টেমগুলোকে সুরক্ষা দেওয়ার কথাও তিনি বলেন।
আর ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, তথ্য ফাঁস ঝুঁকি বাড়ল কয়েক লাখ মানুষের
তথ্য উন্মুক্ত হওয়ার ঘটনায় ঝুঁকি বেড়েছে কয়েক লাখ মানুষের। এই তথ্যের সুযোগে অপরাধীরা ভুয়া সিম রেজিস্ট্রেশন করতে পারে। যাদের তথ্য উন্মুক্ত হয়ে গেছে, তাদের যে কারো অ্যাকাউন্টে অবৈধ লেনদেনসহ নানা ধরনের জটিলতা হতে পারে। যথাযথ সুরক্ষার অভাবেই এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্বীকার করেছেন, জন্ম নিবন্ধনের ওয়েবসাইট থেকেই এ তথ্য উন্মুক্ত হয়েছে। যাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে শাস্তির কথাও বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, এই অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজনীতির খবরে প্রথম আলোর শিরোনাম-ইইউ ও মার্কিন প্রতিনিধিদল-প্রথম আলো
বৈঠকের আগে আওয়ামী লীগ–বিএনপির ‘শক্তি’ দেখানোর কৌশল। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল যখন ঢাকায়, ঠিক তখনই সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী বুধবার সমাবেশ করে এক দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। এই সমাবেশের প্রস্তুতির কাজও শুরু করেছে দলটি।অন্যদিকে আওয়ামী লীগ পুরোপুরি নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে মাঠে নামছে। বিএনপির এক দফা ঘোষণার দিনে ঢাকায় পাল্টা সমাবেশের কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন দলটি। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আগে দুই দলই নিজ নিজ অবস্থানের সমর্থনে রাজপথে শক্তি দেখানোর কৌশল নিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল ১৫ জুলাই আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে পৃথক বৈঠক করতে পারে।
যুগান্তরের খবরে লেখা হয়েছে মির্জা ফখরুল বলেছেন, আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কথায় কথায় বলেন— খালেদা জিয়াকে দয়া দেখিয়ে বাসায় রেখেছি। আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি। আমরা ন্যায়বিচার চেয়েছি, প্রাপ্যটা চেয়েছি।সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারো দয়া চাননি। তাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। চিকিৎসকরা বারবার তাকে বিদেশ নিয়ে চিকিৎসার কথা বলছেন। কিন্তু সরকার তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করেছে।
মির্জা ফখরুল বলেন, এ দেশে আমরা কোনো রাজা-রানির রাজত্বে বাস করি না। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। সেই গণতন্ত্রই আজ দেশে অনুপস্থিত।
এদিকে মানবজমিনের খবরের শিরোনাম এরকম, নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কথা বলেনি ইইউ: ওবায়দুল কাদের। এ খবরে লেখা হয়েছে, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো উদ্বেগের কথা বলেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো উদ্বেগের কথা তারা বলেননি। তারা ভালোটা আশা করছেন। কোনো খারাপ কিছু নিয়ে কোনো কথা বলেননি। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক, এটাই তারা চেয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী ও পরিপক্কতা অর্জন করুক, এটি নিয়ে আলোচনা হয়েছে।
ডেঙ্গু ছড়িয়েছে দেশের ৬০ জেলায়-প্রথম আলো
প্রতিরোধে কার্যকর গুরুত্ব না দেওয়ায় দেশের ৬০ জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি এবার জটিল হচ্ছে। মানুষ একই সঙ্গে ডেঙ্গুর একাধিক ধরনেও আক্রান্ত হচ্ছেন। আর কীটতত্ত্ববিদেরা বলছেন, পরিস্থিতির ধারাবাহিক অবনতি হওয়ায় এবার ডেঙ্গুতে বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। হাসপাতালের ওয়ার্ডে শয্যা খালি নেই। নিরুপায় হয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে।এক দিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু, আরও ৮৩৬ জন হাসপাতালে ভর্তি। এখনো ডেঙ্গুমুক্ত রয়েছে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা, হস্তক্ষেপ দাবি করে ফের হাই কোর্টে অধীর-সংবাদ প্রতিদিন
পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) বেলাগাম হিংসা। ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আদালতের হস্তক্ষেপ দাবি করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি।কংগ্রেস নেতা জানান, গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্য জুড়ে অশান্তি হয়েছে। গুলি, বোমায় ঘটেছে প্রাণহানিও। ওই অশান্তি নিয়ে ব্যক্তিগতভাবে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ অগ্নিবীরদের থেকে, নিয়ম পরিবর্তনের পথে সরকার-সংবাদ প্রতিদিন
সামরিক ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এক বছর আগেই। এবার ভারতীয় সশস্ত্র বাহিনীর অগ্নিপথ (Agnipath Scheme) প্রকল্পে পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। সরকারি সূত্রের খবর, ২৫ শতাংশের পরিবর্তে আগামী দিনে ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ হবে অগ্নিবীরদের (Agniveer) থেকে। শুধু তাই নয়, সর্বাধিক বয়সের সীমা বৃদ্ধি করা হতে পারে। আগামী দিনে ২৩ বছরের যুবকও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বর্তমান নিয়ম অনুসারে, ভারতীয় সেনায় (Indian Army) আগামী তিন বছরের জন্য সীমিত সংখ্যক নিয়োগের কথা বলা হয়েছে।
কয়েক ন্যানোমিটারের চিপেই লুকিয়ে ‘বিশ্ববদলের বীজ’, আমেরিকার বিরুদ্ধে ‘যুদ্ধ’ চিনের?-আনন্দবাজার পত্রিকা
আকারে খুব বড় নয়। দৈর্ঘ্য মাপতে ন্যানোমিটারের আশ্রয় নিতে হয়। সেই ছোট্ট চিপের মধ্যেই কিন্তু লুকিয়ে বিশ্ব জুড়ে বড়সড় পরিবর্তনের বীজ। চিপ বদলে দিতে পারে অনেক সমীকরণ।মোবাইল, ক্যামেরা থেকে শুরু করে ল্যাপটপ— বৈদ্যুতিন যন্ত্রপাতির দুনিয়া চিপ ছাড়া অচল। যে কোনও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে চিপ দরকার হয়। এই চিপের বাজারেই আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছে চিনের।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১০