'মুসলমানদের নিজেদের হানাহানিতে লাভ কার হচ্ছে?'
আপনাদের সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিয়জনের আজকের আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ইমাম হাদি (আ.) বলেছেন, মানুষ পৃথিবীতে সুখ্যাতি ও সুনাম অর্জন করে টাকা-পয়সা ও ধন-দৌলতের মাধ্যমে।
কিন্তু আখেরাতে তাকে পুরস্কৃত করা হবে শুধুমাত্র তার নেক আমল দিয়ে।
এখান থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার ধন-দৌলত পরকালে কোনো কাজেই আসবে না। সেখানকার জন্য আমরা যে সম্পদ নিয়ে যেতে পারবো তা হচ্ছে শুধুমাত্র নেক আমল।সে যাই হোক, এবারে চিঠিপত্রের দিকে নজর দেয়া যাক। আজকের আসরের প্রথমেই যে চিঠি হাতে তুলে নিলাম তা এসেছে বাংলাদেশ থেকে। নওগা জেলার হাটখোলার ধামইর হাট থেকে এটি লিখেছেন ভাই বদিউল আলম। রেডিও তেহরানের সবাইকে সালাম জানিয়ে তিনি লিখেছেন, মুসলমানরা নিজেদের মধ্যে যুদ্ধ এবং হিংসা হানাহানিতে জড়িয়ে পড়েছে। এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে। এ সব ঘটনার মধ্য দিয়ে আসলে কার লাভ হচ্ছে?
ভাই বদিউল আলম নিজেই চিঠিতে এর জবাব দিয়ে লিখেছেন, এর উত্তর একটাই।এর মধ্য দিয়ে লাভ হচ্ছে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার। এরপর তিনি সৌদি রাজার মুখোশ খুলে দেয়ার চেষ্টা করেছেন। এ ভাই লিখেছেন, সৌদি রাজা শয়তানি চক্র ব্যবহার করে নিজ রাজত্ব টিকিয়ে রাখতে চান। তিনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্ধ হয়ে গেছেন এবং মুসলিম দুনিয়ার মারাত্মক ক্ষতি করছে। আর এতে একদিন সৌদি শাসকদেরই পায়ের নিচ থেকে মাটি সরে যাবে।
বহলুল: চিঠিতে ভাই বদিউল আলম আরো অনেক কথা লিখেছিলেন। কিন্তু সময়ের অভাবে এর অংশ বিশেষ মাত্র তুলে ধরা গেল।
সে যাই হোক ভাই বদিউল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত দেবেন বলে আশা রাখছি। এবারে যে চিঠিটি হাতে তুলে নিয়েছি তা এসেছে ভারত থেকে। মুর্শিদাবাদ জেলার ছাতুমারা গ্রাম থেকে এটি পাঠিয়েছেন ভাই, সাব্বির আহমেদ। চিঠির শুরুতেই রেডিও তেহরানের সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
বহলুল: আপনার সালাম সবাইকে পৌঁছে দেয়া হলো।
এর পর ভাই সাব্বির হোসেন লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত নও মুসলিমদের কথা এবং কোরআনের আলো সিডি আকারে বের করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া উচিত। তাতে মানুষ শান্তির পথ খুঁজে পাবে।
বহলুল: এটি যে চমৎকার পরিকল্পনা তা স্বীকার করতেই হবে। তবে বর্তমানে এ রকম কোনো উদ্যোগ নেয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।
হ্যা ভাই সাব্বির আহমেদ, নানা সীমাবন্ধতার কারণে সব সময় সব ভালো প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয় না। তবে এই দুই অনুষ্ঠানই ইন্টারনেটে পার্সটুডে ডট কম স্ল্যাশ বিএন’এ দেয়া আছে। আপনারা যে কোনো সময় শুনতে এবং ডাউনলোড করে নিজেদের সংগ্রহে রাখতে পারেন।
বহলুল: অনেকটা বুক সেলফে বই রাখার মতো। দরকারের সময় হাতে তুলে নেয়া যায়। এখানেও দরকারের সময় ইন্টারনেটের মাধ্যমে তা নামিয়ে নেয়া বা দেখে নেয়া যায়।
ভাই সাব্বির আহমেদ ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং মতামত জানাবেন বলে আশা রাখছি। আসরের এ পর্যায়ে যথারীতি নজর দেবো পার্সটূডে ডট কম স্ল্যাশ বিএন এবং ফেসবুকের দিকে। ভারতে আটক মুসলিমদের মুক্ত করতে জাকাতের টাকা ব্যয় করবে জমিয়ত- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৯ জুন। আর রেডিও তেহরানের ফ্যান পেইজে দেয়া এ খবরে বেশ কয়েকটি মন্তব্য হয়েছে। বুরহান চৌধুরী লিখেছেন, নিশ্চয়ই।
অন্যদিকে হাসান বিন নজরুল লিখেছেন, সুন্দর সিদ্ধান্ত। আলমগীর হোসেনও একে সুন্দর সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। এএইএম মোহাব্বত খান লিখেছেন, ভাল এবং তার সঙ্গে সহমত পোষণ করেছেন জুনেদ আহম্মদ এবং সেলিম রেজা সিদ্দিক।
বহলুল: তার মানে এ সিদ্ধান্ত যে সবারই ভাল লেগেছে তা নিঃসন্দেহে বলা যায়।
এদিকে, ইয়েমেনে যুদ্ধরত সেনাদের রোজা রাখতে হবে না: সৌদি মুফতির ফতোয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৮ জুন। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আশ-শেখ এক ফতোয়ায় বলেছেন, যেসব সেনা ইয়েমেনে যুদ্ধে লিপ্ত রয়েছেন তারা যদি মনে করেন রোজার কারণে তাদের দায়িত্ব পালন বাধাগ্রস্ত হচ্ছে তাহলে তাদেরকে রোজা রাখতে হবে না। সৌদি আরবের ডেইলি ওকাজ নিউজ ও গাল্ফ নিউজসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে এ খবর বের হয়েছে। এ খবরে মন্তব্য করেছেন বুরহান চৌধুরী । তিনি লিখেছেন,
উনি ইহুদিদের দালাল। এ খবরে আরো মন্তব্য করেছেন মহম্মদ ঘোরী শাহ। তিনি লিখেছেন, হতবাক হই ,নিরবে অন্তরটা পুড়তে থাকে। আমি জানিনা কি কি শর্তে কোনো মুসলিম ফরজ থেকে রেহাই পায়। তবে এটা জানি সৌদি আরব-এর ইয়েমেন আগ্রাসন একটা অন্যায় যুদ্ধ এবং গোষ্ঠী বিদ্বেষ প্রসুত। এখানে সৌদিরাজের নির্দেশকে তিনি কিভাবে ফতোয়া বলে চালাচ্ছেন সেটাই ভাবার বিষয়!
বহলুল: সত্যিই সেটাই এখন ভাবার বিষয়।
এদিকে কালো তালিকাভুক্ত করায় জাতিসংঘকে অর্থ না দেয়ার হুমকি সৌদি আরবের শীর্ষক খবর প্রকাশিত হয়েছে ৮ জুন। এ খবরে বলা হয়েছে, সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো জাতিসংঘের কোনো তহবিলে অর্থ দেবে না বলে হুমকি দিয়েছে। শিশু অধিকার লঙ্ঘনকারী হিসেবে সৌদি আরবকে জাতিসংঘ যে কালোতালিকাভুক্ত করেছে তা থেকে যদি জাতিসংঘের মহাসচিব সরে না আসেন তাহলে অর্থ বন্ধ করে দেয়ার এ হুমকি দেয়া হয়েছে বলে কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। আর এ খবরে ফেসবুকের ফ্যান পেইজে মন্তব্য করেছেন মাহাদে হাসান। তিনি লিখেছেন, অপকর্ম করলে তো কালো তালিকায় থাকতেই হবে।
এদিকে আসরের সময়ে শেষ হয়ে এসেছে। বন্ধুরা এবার বিদায়ের পালা। যারা চিঠি দিয়েছেন, খবরে মন্তব্য করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ প্রিয়জনের আসর থেকে এখানেই বিদায় চাইছি।#