বিরোধী দলের সমালোচনায় বাধা দেয়া হবে না: প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদে বিরোধী দল বাধাহীনভাবে সরকারের সমালোচনার সুযোগ পাবে। আওয়ামী লীগ আগেও বিরোধী দলের সমালোচনায় বাধা দেয়নি; এই সংসদেও দেবে না। আজ একাদশ সংসদের সূচনা দিনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সকলকে আমি এটুকু বলতে চাই যে গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ। আমি এটুকু আশ্বাস দিতে পারি যে, এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোনো বাধা সৃষ্টি করব না। প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে সরকার সেজন্য কাজ করবে।
৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করে। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে নতুন সংসদের প্রথম অধিবেনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ।
এদিকে, প্রথম অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার হন ড. শিরীন শারমিন চৌধুরী।
নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ওবায়দুল কাদের স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। তা সমর্থন করেন সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
পরে অধিবেশন কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। এসময় সংসদ ভবনে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন শিরীন শারমিন।
এদিকে ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন হুইপ আতিউর রহমান আতিক। তা সমর্থন করেন হুইপ ইকবালুর রহিম। প্রস্তাবটি ভোটে দিলে কণ্ঠভোটে তা পাস হয়।পরে ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ
একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ নির্বাচিত হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন।
এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ছয়জনকে হুইপ নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন-শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার চিফ হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। আজ বুধবার একাদশ সংসদ অধিবেশন শুরুর আগে তিনি এ নিয়োগের অনুমোদন দিলেন।
সংসদের রীতি অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনের পর সংসদ সচিবালয় এখন চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৩০