কথাবার্তা: ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন : প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/uncategorised-i86852-কথাবার্তা_ভ্যাকসিন_আমাদের_সকলেই_পাবেন_প্রধানমন্ত্রী
প্রিয় পাঠক/শ্রোতা! ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১৭:১৯ Asia/Dhaka
  • কথাবার্তা: ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন : প্রধানমন্ত্রী

প্রিয় পাঠক/শ্রোতা! ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • গণতন্ত্র বিকাশে প্রধান বাধা বিএনপি: কাদের-প্রথম আলো
  • ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন : প্রধানমন্ত্রী- কালেরকণ্ঠ
  • বাংলাদেশে করোনায় আরও ১৩ প্রাণহানি-দৈনিক যুগান্তর
  • হোমিও ল্যাবরেটরিতে মিললো ১৫শ’ লিটার মদ-দৈনিক ইত্তেফাক
  • প্রথম ফোনকলে মিয়ানমার ও চীন নিয়ে আলোচনা মরিসন ও বাইডেনের -মানবজমিন
  • বৈঠক হচ্ছে না, রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা -দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • আগে দিল্লি সামলান, তার পর বাংলার কথা ভাববেন, সংসদে কটাক্ষ ডেরেকের-আনন্দবাজার পত্রিকা
  • বেজিংয়ের চূড়ান্ত অনুমোদন ছাড়াই পাকিস্তানে শুরু চিনা ভ্যাকসিনের টিকাকরণ, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা-সংবাদ প্রতিদিন
  • কৃষি আইনের সমর্থনে বাইডেন প্রশাসন! কূটনৈতিক চাল কিনা উঠছে প্রশ্ন  -দৈনিক আজকাল
  • শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক

গণতন্ত্র বিকাশে প্রধান বাধা বিএনপি: কাদের-প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও ষড়যন্ত্রের রাজনীতিই বাংলাদেশে গণতন্ত্র বিকাশে প্রধান বাধা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত ২০২০ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের আরও চার ধাপ অগ্রগতি হয়েছে। এ প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশে যখন গণতন্ত্রের পরিসর সংকুচিত হয়েছে, সেখানে বাংলাদেশের এই অগ্রগতি শেখ হাসিনা সরকারের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার বৈশ্বিক স্বীকৃতি।

সেতুমন্ত্রী বলেন, নিন্দুকের মুখে ছাই দিয়ে এই সূচকে করোনাকালে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অব্যাহত উত্তরণকেই বিশ্বের মধ্যে তুলে ধরা হয়েছে। এই স্বীকৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করবে বলে জানান তিনি।

ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন : প্রধানমন্ত্রী-কালেরকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিন এসে গেছে। ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন। সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। ভ্যাকসিন নেওয়ার পরও আপনারা সবাই স্বাস্থ্য সুরক্ষাটা দয়া করে মেনে চলবেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। করোনাভাইরাসে যদিও আমরা একটু থমকে দাঁড়িয়েছি কিন্তু করোনার সময় আমার যেটা নির্দেশ ছিল যে যেভাবে পারেন, খাদ্য উৎপাদন করেন। খাদ্যে যেন অভাব না হয় বরং অন্য দেশকে আমরা খাদ্য সহায়তা দিতে পারি। সেইভাবেই আমাদের উৎপাদন অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশে করোনায় আরও ১৩ প্রাণহানি-দৈনিক যুগান্তর

প্রাণঘাতী মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ১৭৫ জনে। বৃহস্পতিবার কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয়, এ সময়ে ১৫ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪৮৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৩০ হাজার। আর এ সময়ে ৬১১ জন সেরে ওঠায় এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৮১ হাজার ৯১৭ জন হয়েছে।

হোমিও ল্যাবরেটরিতে মিললো ১৫শ’ লিটার মদ-দৈনিক ইত্তেফাক

বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যুর ঘটনায় বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় করতোয়া হোমিও ল্যাবরেটরিতে অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযানে ১ হাজার ৫০০ লিটারের বেশি রেকটিফাইড স্পিরিটসহ (মদ) সাত ড্রাম যৌন উত্তেজক ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে শহরের নাটাইপাড়া করতোয়া হোমিও ল্যাবরেটরিতে জেলা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার একটি বাসায় গড়ে তোলা হয়েছিল অবৈধ মদের কারখানা। এই কারখানায় হোমিও ওষুধের আড়ালে অ্যালকোহলের সঙ্গে খাওয়ার অযোগ্য মিথানল মিশিয়ে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল ভেজাল মদ। কারখানা থেকে ১ হাজার ৫০০ লিটারের বেশি মদ জব্দ করা হয়। করতোয়া হোমিও হলের মালিক শহিদুল ইসলামকে বুধবার গ্রেফতার করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, করতোয়া হোমিও ল্যাবরেটরিতে এত বিপুল পরিমাণ স্পিরিট কীভাবে এলো, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

প্রথম ফোনকলে মিয়ানমার ও চীন নিয়ে আলোচনা মরিসন ও বাইডেনের -মানবজমিন

প্রথম ফোনকলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে চীন ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজ বলেছে, কিভাবে চীন পরিস্থিতি এবং মিয়ানমারে সামরিক অভ্যুত্থান মোকাবিলায় একসঙ্গে কাজ করা যায় তারা এ বিষয়ে আলোচনা করেছেন। অস্ট্রলিয়া ও চীনের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা তুঙ্গে। সেই সঙ্গে মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে আরোহন করেছে সামরিকজান্তা। দৃশ্যত, সামরিক জান্তার এই অভ্যুত্থানে চীনের মৌন সম্মতি আছে। কারণ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে চীন ভেটো দেবে বলে মনে করা হচ্ছে। যেহেতু তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের অন্যতম, তাই তাদের ভেটো দেয়ার ক্ষমতা আছে। একটিমাত্র দেশ ভেটো দিলে যেকোন প্রস্তাব দুর্বল হয়ে যায়।

বৈঠক হচ্ছে না, রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা -দৈনিক সমকাল

সেনা অভ্যুত্থানে মিয়ানমারে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ-মিয়ানমার ওয়ার্কিং গ্রুপের বৈঠক হচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্নিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমা কূটনৈতিক সূত্রের আশঙ্কা, সোমবার মিয়ানমারে সেনা সরকার আসার পর দেশটিতে যেভাবে পুরো প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে, তাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিতে অনিশ্চয়তা আরও বাড়বে। এমনকি রাখাইনে আবারও ২০১৭ সালের মতো সেনা অভিযান হতে পারে এবং আরও এক দফা রোহিঙ্গা দল বাংলাদেশে প্রবেশ করতে পারে।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যদি রোহিঙ্গারা আবারও দলবেঁধে আসে, তাহলে তাদের আর বাংলাদেশ গ্রহণ করবে না। তবে নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন আবারও মিয়ানমারের পক্ষ নিলেও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ চীনের ওপর আস্থা রাখছে বলেও জানান তিনি।

আগে দিল্লি সামলান, তার পর বাংলার কথা ভাববেন, সংসদে কটাক্ষ ডেরেকের-আনন্দবাজার পত্রিকা

কৃষক আন্দোলন নিয়েও সংসদে বাংলার প্রসঙ্গ টেনে আনলেন ডেরেক ও’ব্রায়েন। বৃহস্পতিবার সংসদে তৃণমূলের রাজ্যসভার দলনেতার তোপ, আগে দিল্লি সামলান, তার পর বাংলার কথা ভাববেন। কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের প্রসঙ্গেও মোদী সরকারকে তীব্র কটাক্ষে বিঁধেছেন ডেরেক।

তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি উপকণ্ঠে দু’মাসেরও বেশি সময় ধরে ধর্না-আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বুধবার সংসদের এই নিয়ে আলোচনায় তীব্র বাদানুবাদ হয়। বৃহস্পতিবার রাজ্যসভায় ফের এই ইস্যুতে আলোচনার আগে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক বক্তৃতায় নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশে ডেরেকের কটাক্ষ, ‘‘এটা এমন একটা সময়, যখন ছোট ছোট স্বাধীনতার জন্যও সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। মাইক্রোফোন এবং টিভির সম্প্রচার বন্ধ না করে, কিংবা সাংসদদের অধিবেশন থেকে বাইরে না বের করে দেওয়াটাও স্বাধীনতা বলে ধরতে হয়।’’

কৃষি আইনের সমর্থনে বাইডেন প্রশাসন! কূটনৈতিক চাল কিনা উঠছে প্রশ্ন  -দৈনিক আজকাল

শান্তিপূর্ণ প্রতিবাদের প্রশংসা করলেও, ভারত সরকারের কৃষি আইনের পক্ষেই রয়েছে আমেরিকার বাইডেন প্রশাসন। রিহানা সহ ওদেশের একাধিক সেলিব্রিটি কৃষক আন্দোলনের সমর্থনে গলা ফাটালেন, সেই সময়েই এই বিবৃতি সামনে এল। এক সরকারি মুখপাত্র বললেন, ‘সাধারণভাবে আমেরিকা এই পদক্ষেপকে সমর্থন করে যা ভারতীয় বাজারের দক্ষতায় উন্নতি ঘটাবে এবং বেসরকারি ক্ষেত্রে লগ্নি বাড়াবে।’ এই ঘোষণায় স্পষ্ট, মোদি সরকারের কৃষিতে বেসরকারি লগ্নি বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছে বাইডেন প্রশাসন। কৃষকদের প্রশংসা করে মার্কিন মুখপাত্রটি জানিয়েছেন, ‘আমরা মনে করি, সমৃদ্ধশালী গণতন্ত্রের অন্যতম চিহ্নই হল শান্তিপূর্ণ প্রতিবাদ। লক্ষ করার বিষয়, ভারতের সুপ্রিম কোর্টও একই কথা বলেছে।’

বেজিংয়ের চূড়ান্ত অনুমোদন ছাড়াই পাকিস্তানে শুরু চিনা ভ্যাকসিনের টিকাকরণ, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা-সংবাদ প্রতিদিন  

অবশেষে পাকিস্তানের (Pakistan) প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার থেকেই সেদেশে শুরু হচ্ছে করোনার টিকাকরণ (COVID vaccine)। আপাতত ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে আমজনতার কাছে ভ্যাকসিন পৌঁছতে এখনও মাসদুয়েকের অপেক্ষা বলেই জানাচ্ছে ইসলামাবাদের প্রশাসন। কিন্তু টিকাকরণ শুরু হলেও ধন্দ থেকেই যাচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। কেননা এখনও পর্যন্ত চিনের (China) স্বাস্থ্যদপ্তরের তরফে সম্পূর্ণ সবুজ সংকেত দেওয়া হয়নি সিনোফার্ম ভ্যাকসিনকে।

গত সোমবারই চিন থেকে পাকিস্তানে এসে পৌঁছেছে সিনোফার্মের তৈরি ভ্যাকসিনের পাঁচ লক্ষ ডোজ। প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) সেকথা জানিয়ে রীতিমতো উল্লাসও প্রকাশ করেছেন। যদিও তার মধ্যেই পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ সকলকে পরামর্শ দিতে গিয়ে বলেছেন, ভ্যাকসিনের নানা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। বিভিন্ন দেশে টিকাকরণের পরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাঁর কথায়, ”সুতরাং, সকলকেই ভ্যাকসিন নিতে হবে নিজেদের ঝুঁকিতে।”#

পার্সটুডে/ বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।