মার্কিন সেনাবহরকে আটকে দিল সিরিয়ার সেনা ও জনতা
https://parstoday.ir/bn/news/west_asia-i100090
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে আবারো আমেরিকার একটি সামরিক বহরের গতিপথ আটকে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী এবং স্থানীয় জনগণ। এর ফলে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন সেনাবহর।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১৬, ২০২১ ১৮:৫৭ Asia/Dhaka
  • সিরিয় সেনাদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় মার্কিন সেনাবহর
    সিরিয় সেনাদের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় মার্কিন সেনাবহর

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে আবারো আমেরিকার একটি সামরিক বহরের গতিপথ আটকে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী এবং স্থানীয় জনগণ। এর ফলে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন সেনাবহর।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন সামরিক বহরে সাঁজোয়া যান এবং বুলডোজার ছিল। কিন্তু সিরিয় সেনারা এবং স্থানীয় জনগণের বাধার মুখে তারা যেখান থেকে এসেছিল সেদিকে ফিরে যেতে বাধ্য হয়।

গতকাল (সোমবার) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। হাসাকা প্রদেশের কামিশলি শহরের কাছে তাল-আহমেদ গ্রামে সিরিয় সেনারা মার্কিন সেনা বহরের গতিপথ রোধ করে। স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে সিরীয় সেনাদের সমর্থনে এগিয়ে আসে এবং পরিস্থিতি আঁচ করে মার্কিন সেনারা পিছু হটে।

গত বৃহস্পতিবার সিরিয়ার সেনারা একইভাবে আমেরিকার একটি সামরিক বহরকে কামিশলি শহরে প্রবেশে বাধা দেয়।#

পার্সটুডে/এসআইবি/১৬