দায়েশকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে আমেরিকা: সিরিয়া
(last modified Thu, 27 Jan 2022 13:17:47 GMT )
জানুয়ারি ২৭, ২০২২ ১৯:১৭ Asia/Dhaka
  • বাসাম সাব্বাগ
    বাসাম সাব্বাগ

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে সম্প্রতি যে প্রাণঘাতী সহিংসতা হয়েছে তার পেছনে রয়েছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাসাম সাব্বাগ গতকাল (বুধবার) একথা বলেছেন। তিনি সতর্ক করে বলেন, সিরিয়ায় দখলদারিত্বের বৈধতা পাওয়ার জন্য আমেরিকা দায়েশকে পুনরুজ্জীবিত করতে চাইছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গতকাল সাব্বাগ বক্তৃতা করতে গিয়ে বলেন, কুর্দি নিয়ন্ত্রিত গয়রান কারাগারে দায়েশ গত সপ্তাহে যে হামলা চালিয়েছে এবং এর অজুহাত ধরে মার্কিন যুদ্ধবিমান সেখানকার সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে একথা পরিষ্কার হয়েছে যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য জরুরি ব্যব্স্থা নেয়া প্রয়োজন।

কারাগারে দায়েশ সন্ত্রাসীরা হামলার পর মার্কিন সমর্থিত এসডিএফ গেরিলাদের বাড়ি বাড়ি তল্লাশি 

সিরিয়ার কূটনীতিক বলেন, হাসাকার সাম্প্রতিক ঘটনাবলী এই দাবি করছে যে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আল-তানফ এলাকায় মার্কিন সেনা উপস্থিতির অবসান জরুরি। একইসঙ্গে তিনি কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ’র প্রতি মার্কিন সমর্থন বন্ধেরও আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/২৭

ট্যাগ