আল-কুদস শহরে আরো তিন হাজার বসতি নির্মাণে ইসরাইলের গ্রিন সিগন্যাল
https://parstoday.ir/bn/news/west_asia-i100424-আল_কুদস_শহরে_আরো_তিন_হাজার_বসতি_নির্মাণে_ইসরাইলের_গ্রিন_সিগন্যাল
অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে ইহুদিবাদী ইসরাইল আরো তিন হাজার বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৫, ২০২১ ১৩:১৩ Asia/Dhaka
  • ইসরাইলি বসতির ফাইল ফটো
    ইসরাইলি বসতির ফাইল ফটো

অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে ইহুদিবাদী ইসরাইল আরো তিন হাজার বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিন বিষয়ক ইহুদিবাদী ইসরাইলের কথিত পৌরসভা গত সোমবার এই অনুমোদন দেয়।

এএফপির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিন হাজার বসতি নির্মাণের অনুমোদন দেয়া হলেও শেষ পর্যন্ত ছয় হাজার বসতি নির্মাণ করা হবে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অধিকৃত ভূখণ্ডকে ইহুদিকরণের অংশ হিসেবে এই বসতি নির্মাণ করা হচ্ছে এবং পরিকল্পিত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা রয়েছে তাতে বর্তমান ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বায়তুল মুকাদ্দাস শহরকে পুরোপুরি বিভক্ত করার তৎপরতা চালাচ্ছে তেল আবিব।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইহুদিবাদী সেনারা পূর্ব বায়তুল মুকাদ্দাস শহর দখল করে নেয় তবে আন্তর্জাতিক সমাজ ইসরাইলের এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।#

পার্সটুডে/এসআইবি/২৫