ইরানি রাষ্ট্রদূতের মৃত্যুতে শোক জানালেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
ইয়েমেনে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আব্দুল্লাহ।
গতকাল (মঙ্গলবার) ভোরে হাসান ইরলু রাজধানী তেহরানে ইন্তেকাল করেন। ইয়েমেন দায়িত্ব পালনকালে তিনি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ইয়েমেনের ওপর সৌদি আরবের নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি সময়মতো ইরানে ফিরে চিকিৎসা নিতে পারেন নি। ইরানি ফিরে আসার ব্যাপারে সৌদি আরব অনুমতি দিতে গড়িমসি করেছে।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আব্দুল্লাহ ইরানের সরকার, জনগণ এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ওই পোস্টে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানি রাষ্ট্রদূতের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার জন্য মহান আল্লাহর কাছে জান্নাত নসিবের দোয়া করেছেন।
১৯৮০ থেকে ‘৮৮ সাল পর্যন্ত ইরাক-ইরান যুদ্ধের সময় হাসান ইরলু সাদ্দামের দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন এবং তিনি রাসায়নিক হামলার শিকার হয়েছিলেন।
হাসান ইরলুর ইন্তেকালের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের বেশ কয়েকজন নির্বাহী পর্যায়ের কর্মকর্তা এই মৃত্যুর জন্য দায়ী এবং সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুসরণ করে অভিযোগ দায়ের করা হবে।#
পার্সটুডে/এসআইবি/২