ইসরাইলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i102094-ইসরাইলের_সামরিক_হেলিকপ্টার_বিধ্বস্ত_দুই_সেনা_কর্মকর্তা_নিহত
ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর একটি মেরিটাইম হেলিকপ্টার ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ইসরাইলি বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইরেজ সাচিয়ানি এবং মেজর চেন ফোগেল নিহত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৪, ২০২২ ১৬:৩২ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর একটি মেরিটাইম হেলিকপ্টার ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ইসরাইলি বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইরেজ সাচিয়ানি এবং মেজর চেন ফোগেল নিহত হন।

লেফটেন্যান্ট কর্নেল ইরেজ সাচিয়ানি রামাত ডেভিড বিমানঘাঁটির ডেপুটি কমান্ডার ছিলেন। এছাড়া, মেজর চেন ফোগেল ১৯৩ স্কোয়াড্রনের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছেন একজন সামরিক পর্যবেক্ষক।

ইউরো কপ্টার এএস-৫৬৫ প্যান্থার মডেলের হেলিকপ্টার

ইসরাইলের বিমান বাহিনী জানিয়েছে, গতরাতে ইউরো কপ্টার এএস-৫৬৫ প্যান্থার মডেলের একটি হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় হেলিকপ্টারটি ভূমধ্যসাগরের হাইফা উপকূলে বিধ্বস্ত হয়। হেলিকপ্টার বিধ্বস্ত এবং হতাহতের ঘটনা তাদের পরিবারকে জানানো হয়েছে।

বিধ্বস্ত হেলিকপ্টারের টুকরো

নিহত দুই সেনা কর্মকর্তার দুজনই পাইলট ছিলেন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সমস্ত প্রশিক্ষণ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঘটনা তদন্তে এরইমধ্যে একজন কর্নেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আহত সেনা কর্মকর্তা হাসপাতালে ভর্তি রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।