কাতার সফর করছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী; আমিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
জানুয়ারি ১১, ২০২২ ১৬:৩৯ Asia/Dhaka
কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যুতে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আজই কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বলে কথা রয়েছে।
আমির আব্দুল্লাহিয়ান কাতারের রাজধানী দোহায় পৌঁছেই সাংবাদিকদের বলেছেন, তিনি দোহা অবস্থানকালে দেশটির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতবিনিময় হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমান সফর শেষে আজ কাতারে পৌঁছান। কাতারের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।