সিরিয়ায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালালো লেবাননের হিজবুল্লাহ
(last modified Wed, 02 Feb 2022 10:32:38 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৬:৩২ Asia/Dhaka
  • হিজবুল্লাহর কয়েকটি ক্ষেপণাস্ত্র
    হিজবুল্লাহর কয়েকটি ক্ষেপণাস্ত্র

সিরিয়ার বিশাল এলাকায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দৈনিক 'আল আরাবি আল জাদিদ' আজ (বুধবার) লিখেছে, সিরিয়ার দিয়ার আয-যৌর এবং তাদমুর প্রদেশের মাঝামাঝি এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সরকারের সম্মতিতে এই মহড়ার আয়োজন করা হয়। হোমস প্রদেশের সুখনা শহর থেকেও ক্ষেপণাস্ত্র ও বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

সিরিয়ায় হিজবুল্লাহ এমন সময় সামরিক মহড়া চালালো যখন হিজবুল্লাহর সক্ষমতার বিষয়ে দখলদার ইসরাইলের উদ্বেগ বেড়েছে। ইসরাইলি গণমাধ্যমে বারবারই বলা হচ্ছে, হিজবুল্লাহর শক্তি ইসরাইলের জন্য সবচেয়ে বড় হুমকি।

ইহুদিবাদী ইসরাইলের নেতারা একথাও স্বীকার করছেন যে, হিজবুল্লাহ হচ্ছে একটি প্রশিক্ষিত বাহিনী এবং শত্রুর মোকাবেলায় তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে।

সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে পড়ার পর দেশটির সরকারের আহ্বানে সেখানে গেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তাদের সহযোগিতায় সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য পেয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনী।#  

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ