ইরাকি প্রতিরোধ আন্দোলনের ঘোষণা
'তুরস্কের হামলা বিনা জবাবে পার পাবে না'
-
ইরাকি প্রতিরোধ আন্দোলনের নেতা কায়িস আল-খাজালি
ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন আসাইব আহলুল হকের মহাসচিব কায়িস আল-খাজালি বলেছেন, ইরাকের ওপর তুরস্কের সামরিক বাহিনী সর্বশেষ যে হামলা চালিয়েছে তার পর্যাপ্ত জবাব দেয়া হবে।
আজ (বুধবার) এক টুইটার পোস্টে তিনি আরো বলেন, তুরস্কের সামরিক বাহিনী হামলা চালিয়ে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং তারা এখন বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।
তিনি বলেন, বাগদাদ সরকারের চরম নীরবতার সুযোগ নিয়ে তুরস্কের সামরিক বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়েছে এবং তুর্কি সরকার ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চলেছে। পরিস্থিতি দিন দিন খারাপ হয়েছে এবং এখন তারা বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
খাজালি বলেন, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা তুর্কি সেনাদের ভালো রকম শিক্ষা দেবে।
ইরাকি ভূখণ্ডে তুর্কি সামরিক বাহিনীর হামলার কঠোর নিন্দা জানান তিনি। কায়িস আল-খাজালি বলেন, "শরণার্থী শিবিরের ওপর বিমান থেকে বোমা বর্ষণ করে তুরস্ক যে অপরাধ করেছে তা বিনা জবাবে পার পাবে না এবং সময়মত আমরা এর জবাব দেব।"
আজ দিনের প্রথম দিকে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলীয় মাউন্ট কারাকাসের কাছে মাখমুর এলাকায় এই হামলা চালায়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।#
পার্সটুডে/এসআইবি/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।