আব্দুল মালিক আল-হুথির সতর্কবার্তা
'ইয়েমেনবিরোধী আগ্রাসনে আমেরিকার সঙ্গে মিত্রতা পরাজয়ের ব্যবস্থাপত্র'
-
আব্দুল মালিক আল-হুথি
ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য আমেরিকার সঙ্গে যে সমস্ত দেশ গাঁটছড়া বাঁধছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি।
তিনি বলেছেন, যে সমস্ত দেশ মনে করছে আমেরিকার সঙ্গে জোট বেঁধে তারা ইয়েমেনের বিরুদ্ধে বিজয় লাভ করবে তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে, বরং তাদের নিশ্চিত গন্তব্য হবে পরাজয়। গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল আব্দুল মালিক আল-হুথির এ বক্তব্য তুলে ধরেছে।
মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের ২৭ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে আগ্রাসন শুরু হয় কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারে নি। বরং দিন দিন হুথি আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে।
আব্দুল মালিক আল-হুথি গতকালের বক্তৃতায় আরো বলেছেন, সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরাইলের নির্দেশে ইয়েমেনের উপর আগ্রাসন জোরদার করেছে। কিন্তু আগ্রাসীদেরকে চূড়ান্ত পরিণতিতে পরাজয় বরণ করতে হবে এবং তাদেরকে এই আগ্রাসনের জন্য মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে।
হুথি নেতা আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের জনগণ দৃঢ় মনোবল নিয়ে প্রতিরোধ অব্যাহত রাখবে ততক্ষণ পর্যন্ত পরাজয় তাদেরকে স্পর্শ করতে পারবে না।#
পার্সটুডে/এসআইবি/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।