ইয়েমেনের ৫ প্রদেশে ৩০ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i103438-ইয়েমেনের_৫_প্রদেশে_৩০_দফা_বিমান_হামলা_চালিয়েছে_সৌদি_আরব
দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব আবারো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার রাতে এবং আজ সকালে মধ্যাঞ্চলীয় মা’রিব, সানা এবং আল-জাওফ প্রদেশে সৌদি বিমান বাহিনী কমপক্ষ ৩০ দফা বোমা হামলা চালায়। পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ এবং সা'দা প্রদেশও বিমান হামলা চালানো হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১২:১৬ Asia/Dhaka
  • ইয়েমেনের ৫ প্রদেশে ৩০ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব আবারো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার রাতে এবং আজ সকালে মধ্যাঞ্চলীয় মা’রিব, সানা এবং আল-জাওফ প্রদেশে সৌদি বিমান বাহিনী কমপক্ষ ৩০ দফা বোমা হামলা চালায়। পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ এবং সা'দা প্রদেশও বিমান হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী যখন সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তখন সৌদি আরব ইয়েমেনে নির্বিচারে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। 

তবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, আগ্রাসীদের কবল থেকে দেশ পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত কোনভাবেই তারা অস্ত্র সমর্পণ করবে না। তারা বলেছে, সৌদি আরবের অব্যাহত বোমাবর্ষণ এবং আগ্রাসনের মুখে ইয়েমেনের সামরিক বাহিনী আরো শক্তিশালী ও লড়াইয়ের ব্যাপারে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছে।# 

পার্সটুডে/এসআইবি/এআর/৬