সৌদি জোটের ভাড়াটে কমান্ডার ইয়েমেনি বাহিনীর হামলায় নিহত
-
ইয়েমেনি বাহিনীর সামরিক অভিযান
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের একজন শীর্ষ পর্যায়ের ভাড়াটে কমান্ডার নিহত হয়েছেন। ওই হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের গণমাধ্যম।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবাকে জানিয়েছে, কথিত ফিফথ মিলিটারি জোনের ইউনিট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাইকাল আল-সামিনি নিহত হন। হাজ্জা প্রদেশের হারাজ এলাকায় সৌদি ভাড়াটে গেরিলাদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের সামরিক বাহিনী হামলা চালালে কমান্ডার হাইকাল নিহত হন।

ইয়েমেনের গণমাধ্যমগুলো বলছে, গত কয়েক মাসে ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের সংঘর্ষে সৌদি ভাড়াটে গেরিলাদের ৫৩ জন কমান্ডার নিহত হয়েছেন।
গত মাসে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত কথিত থার্ড ব্রিগেডের কমান্ডার মাজদি রাদফানি হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২৬