জানিয়েছেন ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইয়েমেনের মানসুর হাদি দু বার তেল আবিব সফর করেছিলেন
-
মানসুর হাদি
সৌদি সমর্থিত ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি গোপনে দুইবার ইহুদিবাদী ইসরাইল সফর করেছিলেন। ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ চলতি সপ্তাহে দৈনিক হারেৎজ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তেল আবিবের সঙ্গে ইয়েমেনের এই সাবেক প্রেসিডেন্টের খুবই ঘনিষ্ঠতা রয়েছে কিন্তু হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিতে তিনি সক্ষম নন। ফলে দুর্ভাগ্যজনক হচ্ছে এই মুহূর্তে ইয়েমেনে আমাদের কোনো নির্ভরযোগ্য মিত্র নেই।"
ইসরাইল কাৎজ বলেন, ইয়েমেন যুদ্ধ শুরুর প্রথম দিকে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি’র সহযোগিতায় জর্দানের ভেতর দিয়ে মানসুর হাদি তেল আবিব সফর করেছিলেন এবং সে সময়ে একটি ভালো চুক্তি হয়েছিল।

কাৎজ বলেন, হাদির মধ্যে লড়াই করার স্পিরিট নেই এবং একটি বিজয়ী সেনাবাহিনীর ওপর নিশ্চিতভাবে তিনি পরাজয় চাপিয়ে দেবেন।
ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল এবং সৌদি আরবের সামনে গ্রহণযোগ্য কোনো বিকল্প না থাকায় মানসুর হাদির এসব ঘাটতি থাকা সত্বেও তাকেই সমর্থন করতে হচ্ছে।
ইসরাইল কাৎজ আরো বলেন, “মানসুর হাদির দ্বিতীয়বার তেল আবিব সফরের ফল হচ্ছে আল-হুদায়দা বন্দরের ভয়াবহ যুদ্ধ। আমরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও হাদিপন্থি গেরিলাদেরকে ঐক্যবদ্ধ করে সে যুদ্ধ করিয়েছিলাম তবে দুর্ভাগ্যজনক হচ্ছে- সেখানে প্রত্যাশিত ফলাফল আসে নি।”#
পার্সটুডে/এসআইবি/৮