মার্কিন সাহায্যের অনুরোধ প্রত্যাখ্যান করল সৌদি আরব ও আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i104978-মার্কিন_সাহায্যের_অনুরোধ_প্রত্যাখ্যান_করল_সৌদি_আরব_ও_আমিরাত
রাশিয়ার জ্বালানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে বিশ্ববাজারে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাহায্যের অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৯, ২০২২ ১৭:৪৮ Asia/Dhaka
  • বাইডেন ও বিন সালমান
    বাইডেন ও বিন সালমান

রাশিয়ার জ্বালানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে বিশ্ববাজারে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাহায্যের অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

মধ্যপ্রাচ্য এবং আমেরিকার কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল (মঙ্গলবার) এ খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে সাড়া দেন নি

পত্রিকাটিকে একজন মার্কিন কর্মকর্তা বলেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আলাপের আশা করা হলেও তা হয় নি। ওই কর্মকর্তা বলেন, যুবরাজ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোনালাপের পরিকল্পনা ছিল এবং সৌদি আরবের তেলের বিষয়টি মূলত আলোচনার বিষয়বস্তু ছিল।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইয়েমেন যুদ্ধে জো বাইডেনের অবস্থান এবং ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনর্বহাল আলোচনার ইস্যু নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে উঠেছে

পত্রিকাটি বলছে, ইয়েমেনে আগ্রাসনের ব্যাপারে আরব দেশ দুটি আমেরিকার কাছ থেকে আরো বেশি সহযোগিতা চায়। পাশাপাশি সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজ বিন সালমানের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারেও আমেরিকার কাছ থেকে উদার মনোভাব প্রত্যাশা করে রিয়াদ

ইউক্রেনে সামরিক অভিযানের জের ধরে গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১৩০ ডলারে বিক্রি হচ্ছে যা গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ দাম। এছাড়া আমেরিকার বাজারে প্রতি গ্যালন পরিশোধিত তেল ৪.১৭ ডলারে বিক্রি হচ্ছে। এটি যেকোনো সময়ের চেয়ে বেশি দাম#

পার্সটুডে/এসআইবি/৯