আগ্রাসী দেশগুলোর তেল স্থাপনায় হামলা চলবে: ইয়েমেন
-
মুহাম্মাদ বুখাইতি
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন ফ্রন্টের রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য মুহাম্মাদ আল বুখাইতি বলেছেন, আগ্রাসী দেশগুলোর তেল স্থাপনাগুলোতে হামলা অব্যাহত থাকবে।
তিনি আজ (শনিবার) আরও বলেছেন, আগ্রাসী দেশগুলোর ভূখণ্ডের যেকোনো প্রান্তে আঘাত হানার শক্তি ও সামর্থ্য রয়েছে সেনাবাহিনী ও গণবাহিনীর।
মুহাম্মাদ আল বুখাইতি বলেন, আমরা জানিয়ে রাখছি অদূর ভবিষ্যতেই আমরা শত্রুদের নতুন নতুন স্থাপনায় হামলা চালাব। এই তালিকাটি আরও দীর্ঘ হবে। শত্রুরা এটা ভালোকরেই জানে আমরা কী বোঝাচ্ছি।
ইয়েমেনের পাল্টা আঘাতের পর সংযুক্ত আরব আমিরাত আগ্রাসনের তীব্রতা কমিয়েছে বলে জানান আল বুখাইতি। ইয়েমেন কখনোই বেসামরিক মানুষকে হত্যার উদ্দেশ্যে হামলা করে না বলে জানিয়েছেন এই নেতা।
সৌদি আরব আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের বিরুদ্ধে ওই সৌদি জোট স্থল, সমুদ্র এবং আকাশপথেও অবরোধ আরোপ করে রেখেছে।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।