৫ ইসরাইলিকে হত্যার ঘটনায় ফিলিস্তিনজুড়ে উল্লাস; সর্বত্র আল্লাহু আকবার ধ্বনি
https://parstoday.ir/bn/news/west_asia-i105886-৫_ইসরাইলিকে_হত্যার_ঘটনায়_ফিলিস্তিনজুড়ে_উল্লাস_সর্বত্র_আল্লাহু_আকবার_ধ্বনি
দখলদার ইসরাইলের তেল আবিবে শাহাদাৎপিয়াসী হামলায় ৫ ইহুদিবাদী নিহত হওয়ার পর ফিলিস্তিনজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ইসরাইলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা দখলদারদের ওপর পাল্টা আঘাতের এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে ইসরাইলবিরোধী শ্লোগান দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩০, ২০২২ ১৫:১৫ Asia/Dhaka
  • ৫ ইসরাইলিকে হত্যার ঘটনায় ফিলিস্তিনজুড়ে উল্লাস; সর্বত্র আল্লাহু আকবার ধ্বনি

দখলদার ইসরাইলের তেল আবিবে শাহাদাৎপিয়াসী হামলায় ৫ ইহুদিবাদী নিহত হওয়ার পর ফিলিস্তিনজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ইসরাইলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা দখলদারদের ওপর পাল্টা আঘাতের এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে ইসরাইলবিরোধী শ্লোগান দিয়েছেন।

এ সময় ফিলিস্তিনের বিভিন্ন শহর আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরের বাসিন্দাদের মধ্যে আনন্দের মাত্রা অন্য অঞ্চলের মানুষের চেয়ে একটু বেশিই ছিল, কারণ যিনি শাহাদাৎপিয়াসী হামলা চালিয়েছেন তিনি জেনিনের ইয়াবুদ গ্রামের ছেলে। ঐ গ্রামের মানুষ মিষ্টি বিলিয়ে এই ঘটনাকে উদযাপন করেছেন।

ঐ এলাকার বাসিন্দারা শাহাদাৎপিয়াসী হামলাকারী জিয়া হামারশা'র বাড়ির সামনে জড়ো হয়েও আল্লাহু আকবার শ্লোগান দিয়েছে এবং তাঁর সাহসিকতা ও আত্মত্যাগের ব্যাপক প্রশংসা করেছে।

ফিলিস্তিনের গাজার অধিবাসীরাও এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে। গাজার মসজিদগুলো থেকেও মাইকে আল্লাহু আকবার ধ্বনি প্রচার করা হয়েছে। এর মাধ্যমে গাজার মানুষ জানতে পারে তেল আবিবে দখলদারদের বিরুদ্ধে বড় ধরণের শাহাদাৎপিয়াসী হামলার ঘটনা ঘটেছে।

গতরাতে (মঙ্গলবার রাতে) ইসরাইলের রাজধানী তেল আবিবের পূর্ব অংশের বেনি বারাক এলাকায় জিয়া হামারশা শাহাদাৎপিয়াসী হামলা চালায়। এর ফলে অন্তত পাঁচ ইহুদিবাদী নিহত ও ছয় জন আহত হয়। হতাহত ইহুদিবাদীরা লিস্তিনিদের ভিটেমাটি দখল করে অবৈধ ইহুদি উপশহর নির্মাণের সঙ্গে জড়িত বলে জানা গেছে। শাহাদাৎপিয়াসী অভিযান সফল হওয়ার পর দখলদার সেনাদের গুলিতে হামলাকারী ফিলিস্তিনিও শহীদ হন। শহীদ জিয়া হামারশা এর আগে ইসরাইলে বন্দি জীবন কাটিয়েছেন। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো তাঁর এই বীরত্বপূর্ণ কাজকে স্বাগত জানিয়েছে।#      

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।