৫ ইসরাইলি হত্যার ঘটনায় হিজবুল্লাহর বিবৃতি; ফিলিস্তিনিদেরকে অভিনন্দন
দখলদার ইসরাইলের তেল আবিবে ফিলিস্তিনি মুজাহিদের শাহাদাৎপিয়াসী হামলার প্রশংসা করে বিবৃতি দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির বিবৃতিতে ফিলিস্তিনি জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, 'আপনারা দখলদারদের কেন্দ্রস্থলে সজোরে চপেটাঘাত করে আবারও তাদেরকে পরাজয় ও অপমানের স্বাদ আস্বাদন করিয়েছেন। এ জন্য আপনাদেরকে অভিনন্দন।'
এতে আরও বলা হয়, 'তেল আবিবের কাছে সাহসী এই অভিযানের মধ্যদিয়ে আবারও প্রমাণিত হয়েছে দখলদার উপশহরবাসী ও সেনারা কোথাও নিরাপদ নয়। দখলীকৃত ভূখণ্ডের কোনো স্থানেই তারা নিরাপদবোধ করতে পারবে না।'
হিজবুল্লাহ আরও বলেছে, গত কয়েক দিনে ফিলিস্তিনিদের তিনটি নজিরবিহীন অভিযান থেকে প্রমাণিত হয় ফিলিস্তিনি জাতি আত্মরক্ষা ও মাতৃভূমি মুক্ত করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
কোনো ধরণের অন্যায় ও আপোষকামী বৈঠক ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অবৈধ ইসরাইল ধ্বংস না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জাতি তথা বিশ্বের মুক্তিকামীদের প্রতিরোধ অব্যাহত থাকবে বলে হিজবুল্লাহ উল্লেখ করেছে।
গতরাতে (মঙ্গলবার রাতে) ইসরাইলের রাজধানী তেল আবিবের পূর্ব অংশের বেনি বারাক এলাকায় ২৭ বছর বয়সী জিয়া হামারশা শাহাদাৎপিয়াসী হামলা চালান। এর ফলে অন্তত পাঁচ ইহুদিবাদী নিহত ও ছয় জন আহত হয়। হতাহত ইহুদিবাদীরা লিস্তিনিদের ভিটেমাটি দখল করে অবৈধ ইহুদি উপশহর নির্মাণের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
শাহাদাৎপিয়াসী অভিযান সফল হওয়ার পর দখলদার সেনাদের গুলিতে হামলাকারী ফিলিস্তিনিও শহীদ হন। শহীদ জিয়া হামারশা এর আগে ইসরাইলে বন্দি জীবন কাটিয়েছেন।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।