যুদ্ধ বন্ধ ও অমানবিক অবরোধের অবসান চাইল ইরানের সংসদ
(last modified Tue, 05 Apr 2022 07:54:54 GMT )
এপ্রিল ০৫, ২০২২ ১৩:৫৪ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন
    সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশের বর্বর আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের সদস্যরা। একইসঙ্গে তারা বর্বর আগ্রাসনের মুখে ইয়েমেনের সাহসী জনগণের প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়েছেন।

ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া ধ্বংসাত্মক যুদ্ধ আট বছরে প্রবেশের প্রেক্ষাপটে গতকাল (সোমবার) এক বিবৃতিতে ইরানি সংসদের ২৩৪ জন সদস্য বলেছেন, “এই চরম আগ্রাসনের আমরা কঠোর নিন্দা জানাই এবং দেশটির ওপর সামরিক হামলা ও বেসামরিক লোকজনের ওপর হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানাচ্ছি।” ইরানি এমপিরা ইয়েমেনের ওপর সৌদি জোটের অমানবিক অবরোধেরও অবসান দাবি করেছেন।

ইরানের জাতীয় সংসদের অধিবেশন (ফাইল ফটো)

বিবৃতিতে ইরানি সংসদ সদস্যরা পরিষ্কার করে বলেছেন, পশ্চিমা কথিত বলদর্পী পরাশক্তি সমর্থিত সৌদি সরকার গত সাত বছর ধরে অব্যাহত বিমান হামলার মাধ্যমে ইয়েমেনে দফায় দফায় অসংখ্য ঘৃণ্য অপরাধ করেছে। তারা হাজার হাজার শিশু ও নারীসহ বেসামরিক লোকজনকে হত্যা করেছে এবং অমানবিক অবরোধের নামে ওষুধপত্র ও প্রয়োজনীয় খাদ্য আমদানি করতে দেয় নি, এমনকি ত্রাণ সরবরাহ করতে দেয় নি। এর ফলে ইয়েমেনের লাখ লাখ মানুষ ক্ষুধা, দারিদ্র ও রোগগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে কথিত মানবাধিকার সংগঠনগুলো দ্বিমুখী নীতি অনুসরণ করেছে।”# পার্সটুডে/এসআইবি/৫

ট্যাগ