ইয়েমেনের মানসুর হাদির কি রাজনৈতিক মৃত্যু ঘটেছে?!
(last modified Tue, 05 Apr 2022 14:18:34 GMT )
এপ্রিল ০৫, ২০২২ ২০:১৮ Asia/Dhaka
  • ইয়েমেনের মানসুর হাদির কি রাজনৈতিক মৃত্যু ঘটেছে?!

সাম্প্রতিক নানা সাক্ষ্য-প্রমাণ থেকে এটা মনে করা হচ্ছে যে ইয়েমেনের পদচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আবদ্‌রাব্বে মানসুর  হাদির প্রতি সৌদি সরকারের আর সমর্থন নেই।  

মানসুর হাদি ১৯৯৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ'র ডেপুটি তথা ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০১২ সালে প্রতিদ্বন্দ্বীবিহীন  প্রতীকী এক নির্বাচনে ইয়েমেনের প্রেসিডেন্ট হন। কথা ছিল তিনি অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দুই বছর ক্ষমতায় থাকবেন। কিন্তু তিনি অবৈধভাবে তার ক্ষমতার মেয়াদ আরও এক বছর বাড়ান এবং ২০১৫ সালে তার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেলে তিনি পদত্যাগ করেন। এরপর  ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সৌদি সরকারের মতবিরোধ দেখা দেয়ার প্রেক্ষাপটে মানসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং ইয়েমেনের ক্ষমতায় ফিরে আসতে সৌদি সরকারের সাহায্য চান। 

যদিও সৌদি সরকার ইয়েমেনে হামলার জন্য হাদির অনুমতির অপেক্ষায় থাকতো না তবুও হাদি  ইয়েমেনে সৌদি হামলার ক্ষেত্র তৈরি করেন এবং নিজের দেশের বিরুদ্ধে সৌদি সরকারের ৭ বছরের যুদ্ধকে সমর্থন জানিয়ে গেছেন। হাদি ভেবেছিলেন ইয়েমেনে সৌদি হামলার ফলে শিগগিরই ক্ষমতায় ফিরে আসবেন। কিন্তু নানা সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে হাদি এখন সৌদি সরকারের জন্য দাবার অকেজো গুটি হয়ে পড়েছেন এবং তাকে ক্ষমতায় ফিরিয়ে আনার আর কোনো পরিকল্পনা কার্যত রিয়াদের নেই।

গত বুধবার রিয়াদে ইয়েমেন সংক্রান্ত যে আলোচনা শুরু হয়েছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের উদ্যোগে তাতে মানসুর হাদি ও তার ডেপুটি মুয়িন আবদুল মালিককে দেখা যায়নি। ইয়েমেনি সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী মানসুর হাদির জন্য সব ধরনের রাজনৈতিক বৈঠক, মিডিয়ার প্রতি সাক্ষাৎকার ও বিদেশী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগকে নিষিদ্ধ করেছে সৌদি সরকার। ফলে মনে করা হচ্ছে যে সৌদি সরকারের কাছে মানসুর হাদির প্রয়োজন ফুরিয়ে গেছে। 

সৌদি সরকার ইয়েমেনের দক্ষিণাঞ্চলের কথিত অন্তর্বর্তী পরিষদ-এর প্রধান ইদ্রুস আযযুবাইদির সঙ্গে সম্মানজনক আচরণ করছে। আমিরাত সরকার তাকে সমর্থন দিয়ে আসছে। প্রথম থেকেই মানসুর হাদির সঙ্গে আমিরাতে বনিবনা ছিল না। এখন সম্ভবত হাদির ওপর থেকে সৌদি সমর্থন উঠিয়ে নিতে সফল হয়েছে আমিরাত। 

ইয়েমেনের ক্ষমতার কাঠামো থেকে মানসুর হাদির বিদায় হওয়ার খবর যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সমর্থিত হয়নি কিন্তু তার সঙ্গে সৌদি সরকারের সাম্প্রতিক আচরণ থেকে বোঝা যায় বর্তমান বিশ্বে কোনো একটি দেশের সমর্থন নিয়ে কোনো ব্যক্তির পক্ষে দেশটির ক্ষমতায় আরোহণ আর সম্ভব নয়। ইয়েমেনে সাত বছরের সৌদি আগ্রাসনকে সমর্থন জানিয়ে মানসুর হাদি এখন সেদেশের জনগণের কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছেন। আর এখন রিয়াদই তাকে ক্ষমতার দৃশ্যপট থেকে বিদায় জানাতে বাধ্য হয়েছে।  #

পার্সটুডে/এমএএইচ/৫
 

ট্যাগ