তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়ন
তুর্কি গণমাধ্যমের খবর নাকচ করল সিরিয়া
তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য যেকোনো ধরনের যোগাযোগের কথা জোরালো ভাষায় নাকচ করেছে সিরিয়া। সিরিয়ার এই অবস্থান তুরস্কের কিছু কর্মকর্তার বক্তব্য-বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। তুর্কি কোনো কোনো কর্মকর্তা দাবি করেছেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য যোগাযোগ শুরু হয়েছে।
তুর্কি কর্মকর্তাদের এই দাবি নাকচ করে সিরিয়া বলছে, এমন কোনো দেশের সঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহযোগিতা করা সম্ভব নয় যারা নিজেরাই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছেন, তুরস্কের সঙ্গে সিরিয়ার যোগাযোগ স্থাপন নিয়ে যে খবর প্রচার করা হচ্ছে তা বানোয়াট। বিবৃতিতে বলা হয়েছে, এমন সময় এই খবর প্রচার করা হচ্ছে যখন তুর্কি সেনা ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ার উত্তরাঞ্চলের সাধারণ লোকজনের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে।
ওই কর্মকর্তা একথা বলতে দ্বিধা করেন নি যে, এ ধরনের সর্বশেষ মিথ্যা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। সিরিয়ার কর্মকর্তা আরো বলেন, “তাদের এই দাবি নিশ্চিত করে যে, আঙ্কারা সম্পূর্ণভাবে বাস্তবতা থেকে দূরে রয়েছে এবং মিথ্যা বলার এই মহামারি শুধু তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তা তার প্রশাসনের অন্য কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।
চলতি মাসের প্রথম দিকে তুরস্কের গণমধ্যম খবর দিয়েছিল যে, সিরিয়া সরকারের সঙ্গে আলোচনার সম্ভাব্যতা যাচাই করছে আঙ্কারা এবং দুই প্রতিবেশীর মধ্যে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা চলছে।
গত ৪ এপ্রিল তুরস্কের হুররিয়াত পত্রিকা জ্ঞাত সূত্রের বরাত দিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল যে, কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। পত্রিকার খবরে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যখন তুরস্ক মধ্যস্থতা করছে তখন সিরিয়ার সঙ্গে বিদ্যমান সমস্যা মিটিয়ে ফেলার জন্য আঙ্কারা ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৩