হিজবুল্লাহর শত্রুরা মার্কিন দূতাবাস থেকে নির্দেশনা নেয়: শেখ নাঈম কাসেম
https://parstoday.ir/bn/news/west_asia-i107170-হিজবুল্লাহর_শত্রুরা_মার্কিন_দূতাবাস_থেকে_নির্দেশনা_নেয়_শেখ_নাঈম_কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, এই সংগঠনের শত্রুরা মার্কিন দূতাবাসের নির্দেশনা অনুসারে পরিচালিত হয়। তিনি আরো বলেন, এসব শত্রু হিজবুল্লাহকে লক্ষ্য করে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে এবং তারা এই সংগঠনটিকে প্রতিরক্ষাহীন অবস্থার মধ্যে ফেলতে চায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০২২ ১৮:৩৬ Asia/Dhaka
  • হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম
    হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, এই সংগঠনের শত্রুরা মার্কিন দূতাবাসের নির্দেশনা অনুসারে পরিচালিত হয়। তিনি আরো বলেন, এসব শত্রু হিজবুল্লাহকে লক্ষ্য করে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে এবং তারা এই সংগঠনটিকে প্রতিরক্ষাহীন অবস্থার মধ্যে ফেলতে চায়।

গতকাল শেষ বেলায় শেখ নাঈম কাসেম এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, হিজবুল্লাহর শত্রুরা মার্কিন দূতাবাসে সমবেত হয়ে তারা সেখান থেকে নির্দেশনা নেয় এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য তারা হিজবুল্লাহকে লক্ষ্যবস্তুতে পরিণত করে

হিজবুল্লাহর উপ মহাসচিব বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনা করছে যার প্রধান লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহ

১৭ অক্টোবর লেবাননে সহিংসতার কথা উল্লেখ করে শেখ নাইম কাসেম বলেন, মার্কিন দূতাবাস তার লক্ষ্য অর্জনের জন্য এসব বিক্ষোভকারীকে সে সময় ব্যবহারের চেষ্টা করেছে

লেবাননের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হিজবুল্লাহর উপমহাসচিব বলেন, সুনির্দিষ্ট সময় ১৫ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বন্ধের কোনো কারণ নেই#

পার্সটুডে/এসআইবি/২৬