বিশ্ব কুদস দিবস পালনের প্রয়োজনীয়তা দিন দিন স্পষ্ট হচ্ছে: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i107184-বিশ্ব_কুদস_দিবস_পালনের_প্রয়োজনীয়তা_দিন_দিন_স্পষ্ট_হচ্ছে_সাইয়্যেদ_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যতই দিন যাচ্ছে ততই বিশ্ব কুদস দিবস পালনের প্রয়োজনীয়তা বাড়ছে এবং এই দিবস ঘোষণা করে ইমাম খোমেনী (রহ.) যে দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন তা আরো বেশি স্পষ্ট হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৭, ২০২২ ০৯:৫৯ Asia/Dhaka
  • আল-মাসিরার টক-শোতে বক্তব্য রাখেন সাইয়্যেদ নাসরুল্লাহ
    আল-মাসিরার টক-শোতে বক্তব্য রাখেন সাইয়্যেদ নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যতই দিন যাচ্ছে ততই বিশ্ব কুদস দিবস পালনের প্রয়োজনীয়তা বাড়ছে এবং এই দিবস ঘোষণা করে ইমাম খোমেনী (রহ.) যে দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন তা আরো বেশি স্পষ্ট হচ্ছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) ফিলিস্তিন ইস্যুকে জীবন্ত রাখা এবং দখলদার ইহুদিবাদীদের কবল থেকে আল-কুদস মুক্ত করার সংগ্রামে ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে বিশ্ব কুদস দিবস পালনের ডাক দিয়েছিলেন। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার ইরানসহ সারাবিশ্বে এই দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ বছর আগামী ২৯ এপ্রিল (২৭ রমজান) বিশ্ব কুদস দিবস পালিত হবে।

মঙ্গলবার রাতে আরবি নিউজ চ্যানেল আল-মাসিরার একটি টক-শো অনুষ্ঠানে অংশ নিয়ে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আরো বলেন, বিশ্ব কুদস দিবস মাতৃভূমি মুক্তির আন্দোলনরত ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের ধমনীতে নতুন করে প্রাণসঞ্চার করে।

হিজবুল্লাহ নেতা বলেন, ইহুদিবাদী শত্রুরা আশা করেছিল, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফিলিস্তিন জবরদখলের বিষয়টি বিশ্ববাসীর স্মৃতি থেকে মুছে যাবে। কিন্তু প্রতি বছর বিশ্ব কুদস দিবস পালন করে মুসলিম বিশ্ব ইহুদিবাদীদের সে অলীক কল্পনাকে ব্যর্থ প্রমাণ করছে।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, বর্তমানে ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর সমস্যা। সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা নানা ধরনের ইস্যু তৈরি করে ফিলিস্তিন সংকট থেকে বিশ্ব জনমতকে দূরে রাখার চেষ্টা করলেও এ কাজে তারা কোনোদিন সফল হবে না।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা কঠিন দিনগুলো অতিক্রম করে চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি। ইহুদিবাদীদের কবল থেকে ফিলিস্তিন মুক্ত করার আকাঙ্ক্ষা অচিরেই বাস্তবায়িত হবে। আমরা সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করব এবং সকল প্রতিবন্ধকতা উপড়ে ফেলব ইনশা আল্লাহ। #

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।