আব্দুল মালেক আল হুথির মন্তব্য
'ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সিদ্ধান্তে অনুতপ্ত হতে হবে'
-
আব্দুল মালেক আল হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুথি বলেছেন, কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তড়িঘড়ি করে যে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে তার জন্য তাদেরকে খুব শিগগিরি অনুতপ্ত হতে হবে।
গতকাল (শুক্রবার) বিশ্ব কুদস দিবস উপলক্ষে রাজধানী সানা থেকে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। আব্দুল মালেক আল হুথির বক্তব্য টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারিত হয়। ইসরাইলের সঙ্গে যে সমস্ত আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল মালেক আল হুথি বলেন, শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধের ফলাফল এখন আমরা দেখছি ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন এবং ইয়েমেনে। সারাবিশ্বে লাখ লাখ মানুষের অংশগ্রহণে আন্তর্জাতিক কুদস দিবস পালনের ঘটনাকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানান। কুদস দিবসের মিছিলে ইয়েমেনের মানুষের ব্যাপক অংশগ্রহণের জন্য তিনি তাদের প্রতি ধন্যবাদ যারা।

হুথি নেতা বলেন, শত্রুর কাছে আত্মসমর্পণ কিংবা নিষ্ক্রিয় হয়ে যাওয়া কোনভাবেই যুক্তিযুক্ত নয়। তিনি আরো বলেন, বিশ্বের বহু মুসলিম দেশের সরকারের বাধার কারণে সেই সব দেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান তুলে ধরতে পারে না। যে সমস্ত দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সহযোগিতা করছে তারা মূলত মৌলিক নীতির সঙ্গে আপস করছে বলে মন্তব্য করেন আব্দুল মালিক আল হুথি।
তিনি বলেন মুসলিম উম্মাহর মধ্যে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তার পেছনে ইহুদিবাদী শত্রু এবং জায়নবাদী লবি সক্রিয় রয়েছে। শত্রুরা মুসলমানদেরকে দুর্বল করতে ও নতজানু করতে চায়। ইসরাইলি ষড়যন্ত্রের ব্যাপারে অজ্ঞানতা ও উদাসীনতা থাকলে আসন্ন বিপদ মোকাবেলা করা মুসলমানদের পক্ষে সম্ভব হবে না বলেও তিনি সতর্ক করেন।#
পার্সটুডে/এসআইবি/৩০