নেতাদের হত্যা করা হলে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করব: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i107650-নেতাদের_হত্যা_করা_হলে_তেল_আবিবে_ক্ষেপণাস্ত্র_হামলা_করব_হামাস
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যা করা হলে তেল আবিব ও এর আশেপাশে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হবে। এ হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৭, ২০২২ ২১:০০ Asia/Dhaka
  • ইযাহিয়া সিনওয়ার
    ইযাহিয়া সিনওয়ার

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যা করা হলে তেল আবিব ও এর আশেপাশে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হবে। এ হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি আজ এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে মিশর সরকারকে জানিয়ে বলেছে, মধ্যস্থতাকারী হিসেবে আমাদের এই হুঁশিয়ারি ইহুদিবাদী ইসরাইলি নেতাদের কাছে পৌঁছে দিন।

গতকাল (শুক্রবার) ইসরাইলের বেশ কয়েকজন নেতা ও সাংবাদিক ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। তেল আবিবের এলাদ এলাকায় বৃহস্পতিবারের হামলার জন্য গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে অভিযুক্ত করে তাকেও হত্যার দাবি জানিয়েছেন তারা। এরপরই হামাস এই প্রতিক্রিয়া দেখাল।

এর আগে গতকাল হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এ ধরণের হুমকি নতুন কিছু নয়। এসব হুমকিতে তারা অভ্যস্ত হয়ে পড়েছেন।

গত বৃহস্পতিবার তেল আবিবের এলাদ এলাকায় এক অভিযানে তিন ইহুদিবাদী ইসরাইলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার দখলদারদের অব্যাহত আগ্রাসনের জবাবে তেল আবিব ও এর আশেপাশে প্রতিরোধ সংগ্রাম জোরদারের আহ্বান জানিয়েছিলেন।#  

পার্সটুডে/এসএ/৭ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।