নিহত আলজাজিরার সাংবাদিক হত্যার বিচার চেয়ে মানববন্ধন
https://parstoday.ir/bn/news/west_asia-i107808-নিহত_আলজাজিরার_সাংবাদিক_হত্যার_বিচার_চেয়ে_মানববন্ধন
ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছে আলজাজিরার সাংবাদিক। তার হত্যার বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
মে ১১, ২০২২ ১৮:২৯ Asia/Dhaka

ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছে আলজাজিরার সাংবাদিক। তার হত্যার বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইহুদিবাদী সেনারা জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় এবং ওই হামলার খবর সংগ্রহ করার সময় সাংবাদিক শিরিন আবু আকলেকে ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করে। ইহুদিবাদী সেনাদের গুলিতে আল-কুদস পত্রিকায় আরেক সাংবাদিক আহত হন। হাসপাতলে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।