স্বপ্নেই কেবল ইরানে হামলার কথা কল্পনা করতে পারে ইসরাইল: উপ-পররাষ্ট্রমন্ত্রী
-
আলী বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল কেবল স্বপ্নে ইরানে হামলা করার কথা কল্পনা করতে পারে। তিনি নরওয়ের অসলোতে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
নরওয়ের সরকারি টিভি চ্যানেল 'এনআরকে' এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইরানের ওপর অন্যায় নিষেধাজ্ঞা, ভিয়েনা আলোচনা এবং ইসরাইলি হুমকি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন। এ সময় নরওয়ের সাংবাদিক জানতে চান ইসরাইল হামলা চালালে ইরানের প্রতিক্রিয়া কেমন হবে।
এমন প্রশ্নের জবাবে বাকেরি বলেন- স্বপ্নে এমন কল্পনায় যেতে পারে ইসরাইল, যদি তারা এমন স্বপ্ন দেখে তাহলে এমন স্বপ্ন নিয়ে ঘুম থেকে জেগে ওঠা তাদের পক্ষে সম্ভব হবে না কখনো।
ইরান বার বারই বলছে- ফিলিস্তিন-দখলদার ইসরাইলের ধ্বংস অনিবার্য। চূড়ান্তভাবে ফিলিস্তিনি ভূখণ্ড এর প্রকৃত মালিকদের কাছেই ফিরে আসবে।
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ অধ্যুষিত বায়তুল মুকাদ্দাস দখল করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এর মোকাবেলায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেওয়ার নীতি অনুসরণ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।