প্রতিরোধ সংগ্রামই ফিলিস্তিন মুক্তির একমাত্র পথ: নাকাসা দিবসে হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i108844
ফিলিস্তিনি ভূখণ্ড মুক্তি এবং অধিকার আদায়ের জন্য সর্বত্র প্রতিরোধ সংগ্রাম জোরদারের আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আরব দেশগুলোর বিরুদ্ধে দখলদার ইসরাইলের ৬ দিনের যুদ্ধ শুরুর বার্ষিকী বা আল-নাকাসা উপলক্ষে আজ (রোববার) এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৫, ২০২২ ১৮:৫০ Asia/Dhaka
  • প্রতিরোধ সংগ্রামই ফিলিস্তিন মুক্তির একমাত্র পথ: নাকাসা দিবসে হামাস

ফিলিস্তিনি ভূখণ্ড মুক্তি এবং অধিকার আদায়ের জন্য সর্বত্র প্রতিরোধ সংগ্রাম জোরদারের আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। আরব দেশগুলোর বিরুদ্ধে দখলদার ইসরাইলের ৬ দিনের যুদ্ধ শুরুর বার্ষিকী বা আল-নাকাসা উপলক্ষে আজ (রোববার) এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।

১৯৬৭ সালের ৫ জুন থেকে শুরু হয়ে ১০ জুন এ যুদ্ধ শেষ হয়। এটি ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধ নামেও পরিচিত। এই যুদ্ধে ১৫ থেকে ২৫ হাজার আরব মুসলিম নিহত হন। এই যুদ্ধের মাধ্যমে বায়তুল মুকাদ্দাস, গাজা উপত্যকা, জর্ডান  নদীর পশ্চিম তীর, গোলান উপত্যকা ও সিনাই মরুভূমি দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল।

ঐ আগ্রাসনের ৫৫তম বার্ষিকী উপলক্ষে দেওয়া বিবৃতিতে হামাস আজ আরও বলেছে- এখন এটা প্রমাণিত যে, কেবল প্রতিরোধ সংগ্রামই পারে ফিলিস্তিনিকে জাতিকে সর্বত্র ঐক্যবদ্ধ করে দখলদারিত্বের মোকাবেলা করতে। এই সংগ্রামের মাধ্যমেই কেবল দখলদারদের সমীকরণ পাল্টে দেওয়া সম্ভব হয়েছে।

ইহুদিবাদী দখলদারেরা হত্যা, নির্যাতন, ধ্বংসযজ্ঞ ও আগ্রাসনের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে স্পষ্ট ঘোষণা করেছে হামাস। বিবৃতিতে বলা হয়, হত্যা-নির্যাতনের মাধ্যমে দখলদারেরা ফিলিস্তিনিদের লক্ষ্য-আদর্শ ও দৃঢ়তা নষ্ট করতে পারবে না। ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায় করেই ছাড়বে।   

হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের সঙ্গে যেসব দেশ সম্পর্ক গড়ছে তারা ভুল করছে। এর ফলে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের সন্ত্রাসবাদ আরও বাড়বে। এমন সিদ্ধান্ত কেবল দখলদারদের স্বার্থই নিশ্চিত করবে।#  

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।