সাংবাদিক আবু আকলেহ হত্যাকাণ্ড; ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i109690-সাংবাদিক_আবু_আকলেহ_হত্যাকাণ্ড_ইসরাইলি_দাবি_প্রত্যাখ্যান_করল_জাতিসংঘ
ইহুদিবাদীদের মিথ্যাচার প্রত্যাখ্যান করে জাতিসংঘ বলেছে, ইসরাইলি সেনাদের গুলিতেই নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাযিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০২২ ১৯:৫২ Asia/Dhaka
  • নিহত আবু আকলেহ হত্যাকাণ্ডের প্রতিবাদ
    নিহত আবু আকলেহ হত্যাকাণ্ডের প্রতিবাদ

ইহুদিবাদীদের মিথ্যাচার প্রত্যাখ্যান করে জাতিসংঘ বলেছে, ইসরাইলি সেনাদের গুলিতেই নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাযিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।

আজ (শুক্রবার) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, যেসব গুলিতে সাংবাদিক শিরিন আকলেহ নিহত হয়েছেন এবং তার সহকর্মী আলী সামৌদি আহত হয়েছেন সেগুলো ইসরাইলি সেনাদের কাছ থেকেই এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিদের গুলিতে তার মৃত্যু হয়নি।

গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালায় দখলদার ইসরাইলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ। এ সময় ইসরাইলি এক সেনা তার মাথায় গুলি করলে তিনি প্রাণ হারান। আহত হন তার এক সহকর্মী।

এর পরপরই ইহুদিবাদী ইসরাইল মিথ্যাচার শুরু করে। তারা বলতে থাকে, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষের মধ্যে ক্রসফায়ারে পড়ে শিরিন আবু আকলেহ নিহত হন এবং তার গায়ে ফিলিস্তিনিদের ছোড়া গুলিও লেগে থাকতে পারে। কিন্তু আল-জাযিরা শুরু থকে বলে আসছে, শিরিনকে ঠাণ্ডা মাথায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরাইলি সেনারা, সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের কোনো সংঘর্ষের ঘটনাই ঘটেনি।

আল-জাযিরা হত্যাকাণ্ডের একটি ভিডিও সম্প্রচার করেছে যেখানে দেখা গেছে, শিরিনকে হত্যা করার আগে ঘটনাস্থলে কোনো গুলির শব্দ শোনা যায়নি বরং শিরিন ও তার নিউজ টিমের সদস্যরা একটি রিপোর্ট রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এছাড়া প্রত্যক্ষদর্শীরাও বলেছেন, ঘটনার সময় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের কোনো সংঘর্ষ হয়নি। ফলে সংঘর্ষের মধ্যে ক্রসফায়ারে পড়ার প্রশ্নই আসে না। কোনো ধরনের সংঘর্ষ বা উসকানি ছাড়াই ইসরাইলি সেনারা শিরিনের মাথায় গুলি করে। শিরিন আবু আকলেহসহ তার সহকর্মীদের শরীরে এ সময় প্রেস ভেস্ট লাগানো ছিল। #  

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।