ইসরাইলি যুদ্ধমন্ত্রীর সঙ্গে মাহমুদ আব্বাসের সাক্ষাৎ; লাপিদের সঙ্গে ফোনালাপ
https://parstoday.ir/bn/news/west_asia-i110320-ইসরাইলি_যুদ্ধমন্ত্রীর_সঙ্গে_মাহমুদ_আব্বাসের_সাক্ষাৎ_লাপিদের_সঙ্গে_ফোনালাপ
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টেলিফোনে নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলেছেন। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বললেন কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী। এর আগে ২০১৭ সালে তৎকালীন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মাহমুদ আব্বাসের মধ্যে সর্বশেষ টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৯, ২০২২ ০৯:২১ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস- ইয়াায়ির লাপিদ
    মাহমুদ আব্বাস- ইয়াায়ির লাপিদ

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টেলিফোনে নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলেছেন। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বললেন কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী। এর আগে ২০১৭ সালে তৎকালীন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মাহমুদ আব্বাসের মধ্যে সর্বশেষ টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে ইহুদিবাদী সূত্রগুলো জানিয়েছে, মাহমুদ আব্বাস বৃহস্পতিবার ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তার নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলার পাশাপাশি দু’পক্ষের মধ্যে অতীতে স্বাক্ষরিত চুক্তগুলো বাস্তবায়ন এবং যেসব চুক্তির কারণে উত্তেজনা বেড়েছে সেগুলো স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

গত মঙ্গলবার আলজেরিয়ার প্রেসিডন্টের মধ্যস্থতায় মাহমুদ আব্বাস (বামে) ও ইসমাইল হানিয়ার (ডানে) মধ্যে বৈঠক হয়

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের আগে ইসরাইলি মন্ত্রীদের সঙ্গে কথা বললেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি এমন সময় তেল আবিবের সঙ্গে যোগাযোগ করছেন যখন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো বিশেষ করে হামাস ও ইসলামি জিহাদ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের যেকোনো ধরনের যোগাযোগের বিরোধী।

মাহমুদ আব্বাস হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাতের দুদিন পর বেনি গান্তেজের সঙ্গে বৈঠক করেন। গত মঙ্গলবার আলজেরিয়ার প্রেসিডেন্টের মধ্যস্থতায় আলজিয়ার্সে বৈঠক করে আব্বাস ও হানিয়া। দুই ফিলিস্তিনি নেতা একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে আলজিয়ার্স সফরে গিয়েছিলেন। ওই সাক্ষাতের পর আশা করা হয়েছিল ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে হামাসের শীতল সম্পর্কের উন্নতি হবে। কিন্তু বেনি গান্তেজের সঙ্গে মাহমুদ আব্বাসের সাক্ষাতে সে আশা আশা ভঙ্গ হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।