ইরাকের মসুল শহরে তুর্কি কন্সুলেটে রকেট হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i111106-ইরাকের_মসুল_শহরে_তুর্কি_কন্সুলেটে_রকেট_হামলা
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে তুরস্কের কন্সুলেট অফিসে রকেট হামলা হয়েছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি পর্যটন কেন্দ্রের বিমান হামলা নিয়ে বাগদাদ এবং আংকারের মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে তখন তুর্কি কন্সুলেটে এই রকেট হামলার খবর এলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৭, ২০২২ ১৭:৫৬ Asia/Dhaka
  • মসুলে তুর্কি কন্সুলেট অফিস
    মসুলে তুর্কি কন্সুলেট অফিস

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে তুরস্কের কন্সুলেট অফিসে রকেট হামলা হয়েছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি পর্যটন কেন্দ্রের বিমান হামলা নিয়ে বাগদাদ এবং আংকারের মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে তখন তুর্কি কন্সুলেটে এই রকেট হামলার খবর এলো।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ জানিয়েছে, আজ (বুধবার) সকালে তুর্কি কন্সুলেটে ওই হামলা হয়েছে।

এদিকে, কানাডা ভিত্তিক ওয়েবসাইট গার্দাওয়ার্ল্ড ক্রাইসিস ২৪ নামে একটি ওয়েবসাইট ইরাকের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মসুল শহরে তুর্কি কন্সুলেটের কাছে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে সেখানে পার্ক করা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করে নি এবং তুরস্কের পক্ষ থেকেও এখনো বিষয়টি নিশ্চিত করা হয় নি।

এদিকে, মসুলের একজন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে চীনা বার্তা সংস্থা শিনহুয়াকে জানিয়েছে, ছয়টি ক্ষেপণাস্ত্র তুর্কি কন্সুলেটের কাছে আঘাত এনেছে এবং এতে আশপাশের বেশ কয়েকটি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলার বিষয়টি যদি নিশ্চিত হওয়া যায় তাহলে গত রোববার থেকে এ পর্যন্ত তুর্কি স্বার্থে অন্তত দুই দফা হামলার ঘটনা ঘটলো।#

পার্সটুডে/এসআইবি/২৭