ইসরাইলের পরমাণু কর্মসূচি নিয়ে সৌদি আরবের 'দুর্লভ' সমালোচনা
https://parstoday.ir/bn/news/west_asia-i111528-ইসরাইলের_পরমাণু_কর্মসূচি_নিয়ে_সৌদি_আরবের_'দুর্লভ'_সমালোচনা
ইহুদিবাদী ইসরাইলের নজরদারিবিহীন পরমাণু কর্মসূচির বিরুদ্ধে এক রকমের দুর্লভ ও নজিরবিহীন সমালোচনা করেছে সৌদি আরব।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৫, ২০২২ ২০:০৯ Asia/Dhaka
  • আব্দুল আজিজ আল-ওয়াসিল
    আব্দুল আজিজ আল-ওয়াসিল

ইহুদিবাদী ইসরাইলের নজরদারিবিহীন পরমাণু কর্মসূচির বিরুদ্ধে এক রকমের দুর্লভ ও নজিরবিহীন সমালোচনা করেছে সৌদি আরব।

জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের নতুন স্থায়ী প্রতিনিধি আব্দুল আজিজ আল-ওয়াসিল এই সমালোচনা করেন। ইসরাইলের নজরদারিবিহীন পরমাণু কর্মসূচি সম্পর্কে তিনি উদ্বেগ জানিয়ে বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যোগ দেয়ার ব্যাপারে ইসরাইল যে অস্বীকৃতি জানিয়েছে সেটি মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। এনপিটি পর্যালোচনা বিষয়ক জাতিসংঘ যে দশম সম্মেলনের আয়োজন করেছে তাতে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল আজিজ আল-ওয়াসিল এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব দেশের পরমাণু কর্মসূচি নেই তারা যাতে পরমাণু জ্বালানি তৈরি এবং তা ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা পায় সেটিই ছিল এনপিটির লক্ষ্য। কিন্তু ইসরাইল আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই চুক্তির প্রতি সম্মান দেখানোর বিষয়টি বারবার প্রত্যাখ্যান করে আসছে।

ইহুদিবাদী ইসরাইল বহু আগে থেকেই নিজের পরমাণু কর্মসূচি গোপন রেখেছে এবং তারা ইচ্ছা করে এ ব্যাপারে একটি অস্পষ্টতা তৈরি করেছে। ধারণা করা হয়- ইসরাইলের হাতে ২০০ থেকে ৪০০টি পরমাণু ওয়ারহেডড রয়েছে। ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তি যাদের হাতে পরমাণু রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৫