লেবাননের নয়া প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় আমেরিকা হস্তক্ষেপ করছে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i113198-লেবাননের_নয়া_প্রেসিডেন্ট_নির্বাচন_প্রক্রিয়ায়_আমেরিকা_হস্তক্ষেপ_করছে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র নির্বাহী পরিষদের সদস্য নাবিল কাউক বলেছেন, লেবাননের নয়া প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় আমেরিকা হস্তক্ষেপ করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১৮:১৭ Asia/Dhaka
  • নাবিল কাউক
    নাবিল কাউক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র নির্বাহী পরিষদের সদস্য নাবিল কাউক বলেছেন, লেবাননের নয়া প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় আমেরিকা হস্তক্ষেপ করছে।

তিনি আজ (মঙ্গলবার) আরও বলেছেন, আমেরিকা চায় লেবাননে এমন একজন ব্যক্তি প্রেসিডেন্ট হোক যার ওপর আমেরিকার একচেটিয়া প্রভাব থাকবে। কিন্তু লেবাননের জনগণ এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে চান যিনি দেশকে সংকট থেকে মুক্তি দেবেন। এ সময় হিজবুল্লাহর এই নেতা দেশকে মার্কিন হস্তক্ষেপের অনিষ্ট থেকে মুক্ত রাখতে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

হিজবুল্লাহর নেতা নাবিল কাউক বলেন, লেবাননের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন হস্তক্ষেপের কারণে নির্বাচন প্রক্রিয়াটি যেমন জটিল হয়ে উঠছে তেমনি জাতীয় ঐক্য হুমকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, ইসলামি প্রতিরোধ আন্দোলন এখন সামরিক, রাজনৈতিক ও জনপ্রিয়তার দিক থেকে ক্রমেই অগ্রগতি অর্জন করছে। অন্যদিকে শত্রুদের অবনতি হচ্ছে। এ অবস্থায় লেবাননের কোনো কোনো রাজনীতিক পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে বলেও জানান এই নেতা।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।